পুরাতন ঢাকাতে কি কি আছে

এক নজরে দেখে নিন পুরাতন ঢাকায় কি কি আছে





"পুরান ঢাকা"


🗣 নামেই ঐতিহ্য বহনকারী...


🗣 থানা এলাকাঃ

মোট আটটি মেট্রোপলিটন থানা নিয়ে পুরান ঢাকা গঠিত। 

🗣 এগুলো হলঃ 

💂 হাজারীবাগ, 💂লালবাগ, 💂 চকবাজার, 

💂 বংশাল, 💂 কোতোয়ালী, 💂 সূত্রাপুর, 

💂ওয়ারী ও 💂 গেন্ডারিয়া।


🗣 যার অধীনেঃ

🏰 বর্তমানে পুরান ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি অঞ্চল।


✍ নামের ইতিহাসঃ

🗣 পুরান ঢাকার বিভিন্ন স্থানের নামকরণ নিয়ে রয়েছে বৈচিত্রতা। 

🗣 যারা কাঠের কাজ করতেন তারা সূত্রধর নামে পরিচিত ছিলেন।  

🗣 প্রাচীন ঢাকার ঘরবাড়ি,  যানবাহন,  নওগাঁ  ইত্যাদি দারুশিল্পের নির্মাণের সূত্রধর যে এলাকায় বসবাস শুরু করেছিলেন... 

🗣 তাদের নামের অনুসারে এলাকাটির নাম হয় সূত্রাপুর।  


✍ স্থানসমূহঃ

🗣 পুরান ঢাকায় বিভিন্ন এলাকা রয়েছে যাদের নামের পেছনে কোন না কোন কারণ রয়েছে।  

🗣 যেমনঃ রোকনপুর, ইসলামপুর,  আজিমপুর  , মাহুতটুলি,  বাদামতলী,  টিকাটুলি,  নিমতলী,  মালিটোলা,  ফরাসগঞ্জ,  রহমতগঞ্জ,  আলমগঞ্জ,  শরাফতগঞ্জ   ইত্যাদি। 

🗣 এই এলাকাগুলো ছাড়াও পুরান ঢাকায় আছে আরও অনেক এলাকা, আরও অনেক ইতিহাস। 🗣 বলতে গেলে, পুরান ঢাকা স্বয়ং একটি জীবন্ত ইতিহাস।


🏰 স্থাপনাঃ

🗣 পুরনো ঢাকার শত বছরের পুরোনো স্থাপনাগুলো এখনো মাথা উঁচু করে জানান দিচ্ছে ঢাকার সংস্কৃতির ঐতিহ্য। 

🗣 এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- 

ঐতিহাসিক ভবনঃ

🕍 আহসান মঞ্জিল,

🕍 লালবাগ কেল্লা, 

🕍 রূপলাল হাউস, 

🕍 বড় কাটরা, 

🕍 ছোট কাটরা, 

🕍 শাঁখারীবাজার,  

🕍 হোসনি দালান,

🕍 বিখ্যাত ঢাকা কেন্দ্রীয় কারাগার(বর্তমানে নেই)

🕍 বাংলাদেশ সচিবালয় 

🕍 ওসমানী স্মৃতি মিলনায়তন 

🕍 পুলিশ হেডকোয়ার্টার 


🕌 মসজিদঃ 

🕌 তারা মসজিদ, 

🕌 শায়েস্তা খাঁ জামে মসজিদ, 

🕌 বেগম বাজার মসজিদ, 

🕌 খান মুহাম্মদ মসজিদ, 

🕌 হিঙ্গা বিবির মসজিদ 

🕌 কাস্বাটুলি মসজিদ ও 

🕌 চকবাজার শাহী মসজিদ। 


🏰 মন্দিরঃ ঢাকেশ্বরী মন্দির 

⛪ গীর্জাঃ আর্মেনীয় গীর্জা 


⛲ পার্কঃ বাহাদুর শাহ পার্ক


🗣 শিক্ষাপ্রতিষ্ঠানঃ 

🏫 বুয়েট

🏫 ঢাকা মেডিকেল কলেজ

🏫 মিডফোর্ট হাসপাতাল

🏫 ঢাকা বিশ্ববিদ্যালয়

🏫 ঢাকা কলেজিয়েট স্কুল 

🏫 জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

🏫 বেগম বদরুন্নেসা মহিলা কলেজ

🏫 গার্স্থ্যত অর্থনীতি কলেজ

🏫 কবি নজরুল কলেজ

🏫 ইডেন মহিলা কলেজ 

সহ রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান..


🗣 এছাড়াও রয়েছেঃ আজিমপুর কবরস্থান 😥

🗣 ভাষাঃ ঐতিহাসিক কুট্টি ভাষা ও পুরান ঢাকাইয়া ভাষা

🗣 এছাড়াও ভাষা আন্দোলনের সাথে যুক্ত 

বাঙালির ঐতিহাসিক স্থাপনাঃ কেন্দ্রীয় শহিদ মিনার! 

🗣 রয়েছে ঐতিহাসিক নীলক্ষেত বই মার্কেট ও নিউমার্কেট...

🗣 বিখ্যাত সদরঘাট ! বাবুবাজার ব্রীজ

🗣 কেমিক্যাল গোডাউন 🥺


🗣 উৎসবঃ সাকরাইন সহ এমন কোন উৎসব নাই যা পুরান ঢাকাবাসী পালন করা থেকে বিরত থাকে না.


🗣 নদীঃ বিখ্যাত বুড়িগঙ্গা 🌅


🏰 আহসান মঞ্জিলঃ

🗣 পুরান ঢাকার ঐতিহ্যের সুরম্য আধার বলা হয় 🏰  আহসান মঞ্জিলকে।

🗣 পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলীতে বুড়িগঙ্গা নদীর তীরে ১৮৫৯ সালে এটি প্রতিষ্ঠা করেন নওয়াব আবদুল গনি। 


🗣 নান্দনিক মসজিদঃ 

🕌 মুঘল কিংবা সুলতানি স্থাপত্যের নিদর্শন না হলেও দর্শনার্থীদের নজর কাড়ে আরমানিটোলার তারা মসজিদ। এটি ঢাকার নান্দনিক মসজিদগুলোর একটি।

🗣 মির্জা গোলাম পীর ওরফে মির্জা আহমেদ জান নামে এক ব্যবসায়ী এর নির্মাতা বলে জানা গেছে।


🏰 লালবাগকেল্লাঃ 

🗣 আরেকটি অপূর্ব নিদর্শন হলো লালবাগ কেল্লা। মোগল আমলে স্থাপিত এই দুর্গটির প্রথমে নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়নে কাজ শুরু করে। সে সময় থেকে দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। অনেকে মনে করেন এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। আর তাই এর নামকরণ করা হয়েছে লালবাগ কেল্লা।


🗣 ব্যবসা কেন্দ্রঃ

🗣 ব্যবসার  প্রাণকেন্দ্র হিসেবে  যথেষ্ট খ্যাতি রয়েছে।  ইসলামপুর দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার। 


🗣 কাঁচা ও নিত্যপণ্যের আরেক স্থান হলো শ্যামবাজার, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ। 


🗣 কসমেটিকস, খেলনা, প্লাস্টিকসামগ্রী ও নানা ডিজাইনের ঘর সাজানোর উপকরণের পাইকারি বাজার চকবাজার ও মৌলভীবাজার।


🗣ঐতিহাসিক খাবারঃ

🍱 পুরান ঢাকার ছানা মাঠা, 🍱 বিউটি লাচ্ছি 

🍱 হাজির বিরিয়ানি,  🍱 বাকরখানি, 

🍱 কাবাব, 🍱 নেহারি  🍱 আর অনান্য আইটেমের বিরিয়ানি এখনো ঐতিহ্যের সাথে টিকে আছে।


🗣 পোষাকঃ বিখ্যাত সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবী 

🗣 যানবাহনঃ ঘোড়ার গাড়ি, টমটম সহ বর্তমানে সব.

🗣 বিচারব্যবস্থা(শালিসব্যবস্থা)- পঞ্চায়েত প্রথার মাধ্যম ছিলো  


আরো অনেক বিষয় থাকতে পারে পুরান ঢাকার ভাই বোনেরা কমেন্ট করে জানিয়ে দিন আর কি কি আছে 

No comments

Powered by Blogger.