Business অনলাইনে বেশি লাভ নাকি অফলাইনে

                অনলাইন বনাম অফলাইন ব্যবসা

কেমন আছেন সবাই।যারা উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে শুরু করবেন অনলাইন নাকি অফলাইন আশাকরি তাদের এই লিখাগুলো আপনাদের উপকারে আসবে।


চলুন জেনে নিই অনলাইন এবং অফলাইনে ব্যবসার/উদ্যোগের পার্থক্য ।


যেভাবে, অফলাইন ব্যবসা করার অনেক নিয়ম এবং মাধ্যম আমাদের কাছে রয়েছে, সেভাবেই অনলাইন যেকোনো ব্যবসা করার অনেক নিয়ম বা মাধ্যম রয়েছে।


কিন্তু, যখন আমরা অনলাইন এবং অফলাইন এ করা ব্যবসা এর পার্থক্য করে দেখি, তখন অনলাইনে করা ব্যবসা এর লাভ অনেক গুনে বেশি পাই।


💥💥 আপনার কোনো ধরণের অফিস বা দোকানের প্রয়োজন নেই।আপনি কেবল

একটি লেপটপ বা কম্পিউউটার যেখানে ইন্টারনেট কানেকশন  রয়েছে, দিয়েই নিজের ব্যবসা শুরু করতে পারবেন। ঘরে বসে বসে ব্যবসা করা সম্ভব।


কিন্তু,


অফলাইন ব্যাবসা এর ক্ষেত্রে কিন্তু আপনার একটি দোকান বা অফিস অবশই নিতে হবে। নাহলে, গ্রাহকেরা আপনার পণ্যের প্রতি আকর্ষিত হবেনা।


💥💥অনলাইনে করা অনেক রকমের ব্যবসা রয়েছে, যেগুলি আপনারা কম থেকে কম টাকা দিয়ে আরম্ভ করতে পারবেন। এবং, কিছু ক্ষেত্রে তো আপনি কোনো টাকা ছাড়াই বিসনেস স্টার্ট করতে পারবেন।


কিন্তু,


অফলাইন ব্যবসা আজকাল কম পূঁজি বা বিনা টাকায় শুরু করা প্রায় অসম্ভব।


💥💥অনলাইন করা ব্যবসাতে আপনার পেজ  বা ব্লগে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই অনেক সহজে যেকোনো সময়ে গ্রাহক বা ভিসিটর্স আসার সুবিধা রয়েছে।


পুরো, ২৪ ঘন্টা আপনার ব্যবসা লোকেদের জন্য খোলা থাকে। এতে ব্যবসা এবং লাভ অনেক গুনে বেড়ে যাওয়ার সুযোগ রয়েছ


কিন্তু,


অফলাইন ব্যবসাতে, লোকেরা প্রত্যেকবার আপনার দোকান এ গিয়ে গিয়ে জিনিস কিনতে হবে। তাছাড়া, আপনার দোকান ২৪ ঘন্টা খোলা রাখা সম্ভব নয় এবং অনেক কিছু কারণে আপনার দোকান বন্ধ রাখতে লাগতেই পারে।


তাই, অফলাইনের তোলনায় অনলাইনে চলানো দোকানে লাভের সুযোগ বেশি।


💥💥 অনলাইনে করা ব্যবসা আপনি বিশ্বের যেকোনো জায়গার থেকে নিজের চালাতে পারবেন। আপনার কেবল, ল্যাপটপ বা ফোন এবং ইন্টারনেটের প্রয়োজন হবে।


কিন্তু,


অনলাইনে করা ব্যবসা কোনো নির্দিষ্ট জায়গা ছাড়া সম্ভব না। আপনার এক জায়গায় থেকেই ব্যবসা চালাতে হবে।


💥💥অফলাইন দোকান বা ব্যবসাতে আপনি কেবল একটি নির্দিষ্ট জায়গার লোকেদের বা গ্রাহকদের টার্গেট কোরে নির্দিষ্ট জায়গায় মাল বেচতে পারবেন।


কিন্তু,


অনলাইনে করা ব্যবসাতে আপনি পুরো দেশ এবং বিদেশের লোকেদের বা গ্রাহকদের টার্গেট কোরে পুরো দেশ এবং বিদেশে ঘরে বসেই নিজের ব্যবসা  চালাতে পারবেন।


আপনার গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে পুরো দেশের থেকে আপনার কাছে চলে আসবে। কিন্তু, প্রথম অবস্থায় নিজের ব্যবসা এর মার্কেটিং বা পারসোনাল ব্রান্ডিং করাটা কিন্তু জরুরি।


💥💥💥আর অনলাইন ব্যবসার জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম উই এবং শেখার জন্য ডিএসবি তো রয়েছেই আমাদের জন্য। যেখানে আমরা অনেক ধরনের জ্ঞান  অর্জন করতে পারি এবং খুব সহজেই দেশ বিদেশের কাস্টমারদের সামনে নিজেদের  এবং নিজেদের কাজ কে পরিচিত করে তুলতে পারি।💥💥💥


আর বর্তমান বিশ্বের পরিস্থিতিতে মানুষ ঘরে বসেই সকল সেবা গ্রহন করাতে বেশি সুবিধাজনক মনে করছে ।

তাই আমার মতে বর্তমান প্রেক্ষাপটে অনলাইন ব্যবসা নতুনদের জন্য বেশি সুবিধাজনক। 


আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন 

No comments

Powered by Blogger.