News Magazine পড়লে আমাদের যে লাভ হয় 2020
বিষয়ঃ পত্রিকা ও ম্যাগাজিন কেন পড়া উচিৎ?
💥💥পত্রিকাঃ
👉আমাদের দেশে বেশিরভাগ পরিবারের সকালটা শুরু হয় এককাপ চা হাতে, পত্রিকা পড়ার মাধ্যমে। তবে বর্তমানে দেখা যায় বাসায় যারা বয়োজেষ্ঠ্য তারাই পত্রিকা পড়েন। আরা আমদের জেনারেশনের শুধুমাত্র যারা বিসিএস বা চাকুরীর পরীক্ষা দিবেন তারা ব্যতীত আর কারো তেমন আগ্রহ নেই বললেই চলে।
👉অথচ একটা সময় কিন্তু সববয়সী মানুষ পত্রিকা পড়তো। আগে তো ফেসবুক বা অন্য কোনো মাধ্যম ছিলোনা মানুষের সময় কাটানোর। তাই তারা পত্রিকা পড়তো।কিন্তু এখন মানুষের হাতে হাতে মোবাইল থেকে মানুষের এই ভালোস্বভাব গুলো নষ্ট হয়ে যাচ্ছে।
🌺আমাদের কম বেশী সবার পত্রিকা পড়া উচিৎ।কিন্তু কেনো?
👉প্রথমত আমাদের পড়ার অভ্যাস টা তৈরী হবে।
👉নিয়মিত পেপার পরলে শব্দ ভান্ডার বাড়ে।প্রতিদিন খবরের কাগজ যারা পড়ে এবং যারা পড়ে না তাদের জ্ঞানের মধ্যে বিশাল ফারাক থাকে।
👉বর্তমান যুগে কেবল বই পড়ে ভালো রেজাল্ট এর আশা করলে চাকরি পাওয়া সম্ভব নয়, তারজন্য প্রয়োজন প্রচুর আউট নলেজ যা একমাত্র পত্রিকা পড়েই বাড়ানো সম্ভব হবে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রশ্নেও প্রচুর প্রশ্ন করা হয় বর্তমান পরিস্থিতি নিয়ে।
👉আপনি যদি ব্যবসা করতে চান তাহলেও পত্রিকা পড়ুন নিয়মিত, কেননা, একজন ব্যবসায়ির সেসব জ্ঞান থাকা খুবই জরুরি তা নিয়ে বর্তমানে পত্রিকায় ফিচার ছাপা হয়।
👉পরিবর্তিত পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলতে উচিত নিয়মিত পত্রিকা পড়া।
👉পত্রিকা পড়ার সময় আমরা জোড়ে পড়িনা শুধু চোখ বুলিয়ে যায় তাই খুব জলদি রিডিং পড়াটা সহজ হয়ে যায় এবং রিডিং স্কিল ডেভলোপ করে।
👉পড়লে শুধু জ্ঞানই বাড়েনা, লিখার, বলার জন্য অনেক কিছু মাথায় আসে। ভিন্ন আংগিকে কিছু বলে বা লিখতে চাইলে পড়ার বিকল্প নেই।
👉সাধারণ জ্ঞান বাড়ে।অনেক সময় ভাইভায় জানতে চাওয়া হয় আজকের জাতীয় দৈনিক এর প্রথম পাতার শিরোনাম কি ছিল। নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস থাকলে এদিকেও খুব কাজে দিবে।
👉সাম্প্রতিক বিশ্ব নিয়ে জ্ঞান লাভ করা যায়।দৈনিক পত্রিকা মানেই একটি জ্ঞানকোষ। তাতে দেশ বিদেশের খবর ছাড়াও নানারকম তথ্য দেয়া থাকে যা আমাদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে।
আমাদের দেশেই প্রায় বাংলা ইংরেজি , জাতীয় বা অঞ্চল ভিত্তিক মিলে ১০০ টার মতো পত্রিকা আছে। যার মধ্যে প্রথম আলো ,কালের কন্ঠ, ডেইলি স্টার খুবই জনপ্রিয়।
💥💥ম্যাগাজিন
ম্যাগাজিন সাধারণত অনেক রকমের হয়ে থাকে।
যেমনঃ
১.পড়াশোনা বিষয় নিয়ে (আজকের বিষয়, কারেন্ট এ্যাফেয়ারস) এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ।
২.তাছাড়া বিভিন্ন চলচিত্র বিষয় নিয়ে ম্যাগাজিন রয়েছে।
৩.আবার রান্না বিষয় বা বিভিন্ন তথ্য এক সাথে নিয়ে ও ম্যাগাজিন পাওয়া যায়।
ম্যাগাজিন পড়লেও আমাদের পড়ার আগ্রহ বাড়ে, রিডিং পড়তে সহজ হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে জানা যায়। আসলে চাকুরী বলি কিংবা ভার্সিটি পরীক্ষা ইত্যাদি তে সাধারণ জ্ঞান কিন্তু প্রচুর জানা দরকার.আর সেই সাধারণ জ্ঞান টা বাড়ে কিন্তু পত্রিকা ও ম্যাগাজিন পড়ার মাধ্যমেই।
আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
No comments