ই- কমার্স কি ? আসুন জেনে নেই
ইন্টারনেট ব্যবহার করে কোন পণ্য
মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ডিভাইস গুলো ব্যবহার করে ই কমার্সের যাবতীয় কার্যাদেশ সম্পন্ন করা হয়।
🌻 ই- কমার্সের মাধ্যমে ব্যবসা করার ক্ষেত্রে অনেক গুলো বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। সেগুলো হলোঃ-
🌺 নিজের পার্সোনাল ব্র্যান্ডিং।
🌺 নিজের পণ্যের পরিচিতি বাড়ানো।
🌺 নিজের পেইজের সুন্দর ইংরেজি নাম রাখা।
🌺 নিজের পণ্যের সুন্দর কন্টেন্ট লিখা।
🌺 পেইজের ডুমেইন কিনা।
🌺 ওয়েবসাইট ডেভেলপ করা।
🌺 নিজের পেইজে প্রতিদিন নিয়ম করে কয়েক ঘন্টা সময় দেয়া। ইত্যাদি।
🌻 ই- কমার্সের কিছু প্রকারভেদ রয়েছে। যেমনঃ-
⚫ ( B2B) ব্যবসা থেকে ব্যবসা।
⚫ (B2C) ব্যবসা থেকে গ্রাহক।
⚫ (B2G) ব্যবসা থেকে সরকার।
⚫ ( C2C) গ্রাহক থেকে গ্রাহক।
⚫ ( M Commerce ) মোবাইল কমার্স।
⚫ (C2G) গ্রাহক থেকে সরকার।
🌻 ই- কমার্সের মাধ্যমে ব্যবসা করতে সবচেয়ে বড় সুবিধা হলো এটি দ্রুত সময়ে ভৌগলিক সীমাবদ্ধতা দূর করে দেশ বিদেশের ক্রেতার নিকট নিজের পণ্যকে তুলে ধরা যায়।
বতর্মানে F-Commerce বা ফেসবুক কমার্স সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠছে। দিন দিন এফ কমার্সের উদ্যোক্তা ক্রমাগত বাড়ছে।
🌻 ই - কমার্সের সুবিধা ঃ-
✅ ঘরে বসেই সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে।
✅ ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র থেকে ধরে সব ধরনের পণ্র ক্রয় করা যাচ্ছে।
✅ এই করোনা মহামারিতে ঘরের বাহিরে যাওয়ার ঝামেলায় পরতে হয়নি।
✅ ই- কমার্স সম্পূর্ণ অনলাইন নির্ভর হওয়ায় যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন হচ্ছে।
✅মার্কেটে যেয়ে ঘুরে ঘুরে সময়ের অপচয় কমেছে।
✅ দামাদামির কোন ঝামেলা একদম নেই।
✅ কোনো দোকান ভাড়া, ইলেকট্রিক বিল বা অতিরিক্ত কোনো খরচের ব্যপার নেই।
🌻 ই- কমার্সের সুবিধার পাশাপাশি কিছু কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধা গুলো হলোঃ-
❌ কোন পণ্য নিজের হাতে ধরে বা চোখে দেখার সুযোগ থাকে না।
❌ অনেক ক্ষেত্রে পণ্যের মানের ব্যপারে সন্দেহ থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
❌ বাজার মূল্য থেকে অনলাইনে কিছুটা বেশি দাম হয়ে থাকে।
❌ দাম কমানোর সুযোগ খুব কম থাকে।
তবে আমার মতে ই-কমার্সের অসুবিধার তুলনায় সুবিধাই বেশি মনে হয়। আমরা যদি কেনাকাটায় সতর্ক থাকি এবং পরিচিতজনের থেকে কেনাকাটা করি তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা মোটেও থাকে না।
বতর্মান ডিজিটাল যুগে ই-কমার্সের মাধ্যমে ব্যবসা একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম।
🌻 পরিশেষে, সবার মঙ্গল ও শুভকামনা করে আজকের লিখা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
No comments