কাপড়ের দাগ অতি দ্রুত কিভাবে তুলে ফেলবেন

 

কাপড়ের কঠিন দাগ তোলার সহজ উপায় 

আমাদের অসতর্কতার জন্য অনেক সময় কাপড়ে চা-কফির দাগ লেগে যায়। যা উঠানো খুব কঠিন। কিন্তু এসব দাগ দূর করার কিছু সহজ উপায় আছে। আসুন জেনে নেই কাপড় থেকে দাগ উঠানোর সহজ কিছু টিপস-


লেবু-লবণঃদাগ লাগা অংশে পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। এর পর তাতে লবণ মাখিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। সহজে দাগ উঠবে। পানিতে লেবুর রস মিশিয়ে পানি গরম করুন। গরম করার সময় আরও কয়েক কুচি লেবু ওতে যোগ করে নিন। এ বার সেই পানি পোশাক কাচার পানির সঙ্গে মিশিয়ে দিন। এই পানিতে জামাকাপড় ধুলে জামায় লেগে থাকা নাছোড় দাগ উঠবে সহজে।


ভিনিগার: আধ কাপ পানির সাথে কিছুটা ভিনিগার যোগ করুন। এ বার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনিগারের অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা প্রবল। এর পর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক



বেকিং সোডা: তিন টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা অঞ্চলে। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভাল করে কেচে নিন।


আজ তাহকে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন 


No comments

Powered by Blogger.