চা পাতা আসল নকল চিনার উপায়
আপনি যে চা পাতা দিয়ে চা খাচ্ছেন সেটি কেমিক্যাল মুক্ত কিনা কিভাবে বুঝবেন...
এমনকি অনেক নতুন উদ্যোক্তারা ও জানেন না যে কিভাবে চা পরীক্ষা করবে কেমিক্যাল মুক্ত কিনা। যারা নতুন চায়ের উদ্যোক্তা এবং আমরা যারা প্রতিনিয়ত চা খাচ্ছি তাদের সবারই জানা উচিত আমাদের পানকৃত চা পাতা বিশুদ্ধ এবং কেমিক্যাল মুক্ত কিনা।
চা পান করা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনি কেমিক্যাল যুক্ত চা পান করলে শরীরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসুন জেন নেই কিভাবে পরীক্ষা করবেন আপনার চা পাতা কেমিক্যাল মুক্ত কিনাঃ
পরীক্ষা-১ঃ
সাদা টিস্যু পানিতে ভিজিয়ে নিন। তারপর টিস্যুর উপর আপনার কাছে থাকা চায়ের দানাগুলি অল্প পরিমানে ছড়িয়ে ছিটিয়ে দিন। একটু পর পাতাগুলি লিকার ছাড়তে শুরু করবে। দেখবেন টিস্যুর উপর ছড়িয়ে দেওয়া চায়ের কালার গুলো একইরকম কিনা। যদি একই রকম না হয় তাহলে বুঝবেন ভেজাল আছে।
পরীক্ষা-২ঃ
সাদা কাচের গ্লাসে এক গ্লাস নরমাল পানি নিন। এক চামচ চা পাতা গ্লাস টিতে দিয়ে দিন।
চামুচ দিয়ে নাড়াবেন না। যদি দেখেন পানিতে দেওয়া চা পাতা খুব দ্রুত লিকার ছড়াচ্ছে তাহলে বুঝবেন ভেজাল আছে। আর যদি দেখেন নরমাল পানিতে লিকার ছাড়ছেনা বা খুব অল্প করে ছাড়ছে তাহলে বুঝবেন আপনার চা পাতা ভেজাল মুক্ত।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।
আজ তাহলে এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ,, ওহহহ হ্যাঁ আপনার প্রিয় কোন চা ? রং চা নাকি দুধ চা ?
( আমার কিন্ত রং চা ) আপনি কোন চা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না
No comments