Find out how many types of hosting, what kind of good hosting?

 


ডোমেইন কিনা হলে কিন্তু কাজ শেষ না। আপনার হোস্টিং সম্পর্কে স্পষ্ট ধারনা না থাকলে কিন্তু প্রবলেম আছে। তাই কিছু লিখা 

হোস্টিং বা ওয়েব হোস্টিং

হোস্টিং বা ওয়েব হোস্টিং এমন একটি হোস্টিং যা আপনার বা সকল ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) এর মাধ্যমে এক্সেস করতে দেয়। 

হোস্টিং হচ্ছে একটি জায়গা যেখানে আপনি আপনার ওয়েবসাইটের সকল ডাটা রেখে দিবেন। হোস্টিং আপনার প্রয়োজন হবে তখন যখন আপনি ওয়েবসাইট রেডি করতে যাবেন। 

হোস্টিং এর গুরুত্ত অনেক আপনি কম্পিউটারের হার্ডডিস্ক এর মতন আপনার ওয়েবসাইটের সকল ডাটা আপনি ওয়েভ হোস্ট সার্ভার এ জমা রাখবেন।
কি কি ধরনের হোস্টিং আছেঃ

১! ফ্রি হোস্টিং। 
এই হোস্টিং সম্পূর্ণ ফ্রি৷ এবং এই হোস্টিং এর সীমাবদ্ধতা আছে।

২! শেয়ার্ড হোস্টিং। 
সবচেয়ে জনপ্রিয় হোস্টিং হচ্ছে শেয়ার্ড হোস্টিং। বেশিরভাগ ওয়েবসাইট এই হোস্টিং এর সার্ভিস নেয়। 

৩! ডেডিকেটেড হোস্টিং।
এই ডেডিকেটেড হোস্টিং ইউজ করে গুগুল ও ফেসবুক

৪! রিসেলার হোস্টিংঃ 
নিজের ডিস্ক স্পেস অন্যের সাথে শেয়ার করা। আপনি আপনার কেনা সার্ভারে অন্য কাউকে ফাইল রাখার অনুমতি দিয়ে তার বিনিময়ে টাকা নিবেন। এটাই রিসেলার হোস্টিং।

৫! ম্যানেজড হোস্টিং।
এই ম্যানেজড হোস্টিং এর দায়িত্ব সব হোস্টিং প্রোভাইডার কোম্পানির। সার্ভার সেটিংস, মেন্টেনেন্স, কনফিগারেশন,সফটওয়্যার ইন্সটল ইত্যাদি।

৬! আন-ম্যানেজড হোস্টিং।
এই হোস্টিং এর দায়িত্ব আপনার নীজের। সার্ভার সেটিংস, কনফিগারেশন, সফটওয়্যার ইন্সটল ইত্যাদি।
কিন্তু এতে আপনার খরচ কম পরবে।

৭! ভিপিএস হোস্টিং।
ভিপিএস হোস্টিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (Virtual Private Server) VPS। ভিপিএস হোস্টিং শেয়ারড হোস্টিং আর ডেডিকেটেড হোস্টিংয়ের মাঝামাঝি। শেয়ারড হোস্টিংয়ে একই সার্ভারে হাজার   হাজার সাইট হোস্ট করা থাকে।আর ডেডিকেটেড সার্ভারে শুধুমাত্র আপনার সাইট হোস্ট করা থাকে 

আজ তাহলে এতটুকুই পরবর্তিতে আরো বিস্তারিত আলোচনা করবো ,, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুল

No comments

Powered by Blogger.