ফেসবুক পেজ এর নাম সঠিক ভাবে চেন্জ করুন Facebook page name change
ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করার নিয়ম
সবাইকে স্বাগতম আজকের লেখায়। লেখাটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা নতুন পেজ খুলেছেন , অথবা পুরনো পেজ নাম পরিবর্তন করতে চাচ্ছেন কিন্ত কোনভাবেই হচ্ছেনা তা-ই আপনাদেরকে অনুরোধ করছি এই লেখাটা পড়ুন। আমি ১০০% নিশ্চিত যে এই লেখাটি পড়ার পর ফেইসবুক পেইজের নাম পরিবর্তন নিয়ে আপনার আর কোন সমস্যা থাকবে না। চলুন তাহলে শুরু করি-
কিভাবে আপনার ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করবেন?
আমরা কিভাবে ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করতে হয় সেটা জানি। কিন্তু সমস্যা হচ্ছে নাম পরিবর্তন করতে গেলে সেটা এপ্রুভ হয়না। কেন এপ্রুভ হয়না!? এই বিষয়ে আমরা না জানার কারনে কিছু ভুল করে ফেলি আর তা হলো-
▪ নাম পরিবর্তনের সময় আপনি যদি কোন ব্যক্তির নাম কিংবা ব্র্যান্ডস কে বিকৃত করে কোন নাম দেন তাহলে এটা কখনো একসেপ্ট করবে না ফেইসবুক।
▪ নাম পরিবর্তনের সময় আপনি যদি official শব্দটি ব্যবহার করেন তাহলেও কখনো এটি একসেপ্ট হবে না।
উদাহরণস্বরূপ আপনার নামের সাথে আপনি যদি অফিশিয়াল শব্দটি ব্যবহার করেন তাহলে এটি একসেপ্ট হবে না, যেমন Arif Ahmed Official ইত্যাদি।
▪ এছাড়াও এমন কোন নাম ব্যবহার করবেন না যাতে অন্যদের প্রাইভেসির ত্রুটি ঘটে।
আর এগুলো মেনে চললে অবশ্যই ফেইসবুক কর্তৃপক্ষ আপনার পেইজের নাম পরিবর্তন এর ক্ষেত্রে অনুমোদন দিতে পারে। অন্যথায় তা কখনো সম্ভব নয়।
তাহলে যে কী কারণে ফেইসবুক বারবার আপনার পেজের নাম পরিবর্তনের সময় এপ্রুভাল দেয় না? এই বিষয়ে আমরা জেনে নিলাম।
এখন আমাদের জানা প্রয়োজন কি কি করলে আমরা সহজেই ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করতে পারবো। এক্ষেত্রে অবশ্য পালনীয় বিষয় গুলো নিচের খেয়াল করুনঃ
▪ আপনি নিশ্চয়ই আপনার ফেইসবুক পেইজের এবাউট সেকশনে কিছু লিখেছেন, অর্থাৎ আপনার ফেইসবুক পেইজ এর সম্পর্কে যা কিছু লেখা তাই লিখেছেন। আর আপনি আপনার ফেসবুক পেইজের এবাউট এ আপনার পেইজ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যানুসারে একটি নাম দিয়ে দিন।
উদাহরণস্বরূপ আপনি যদি ফেসবুকে এবাউট এ মার্কেটিং সম্পর্কিত কিছু একটা লিখে থাকেন, তাহলে আপনি নাম পরিবর্তনের সময় লিখতে পারেন-Facebook Marketing. তাহলে আপনার ফেসবুক পেজের নাম টি ফেসবুক কর্তৃপক্ষ অনুমোদন দেবে।
▪ এছাড়াও আপনি চাইলে আপনার ফেইসবুক পেইজের নাম পরিবর্তনের সময় আপনার বিজনেস কিংবা ব্যান্ডের নাম ব্যবহার করতে পারেন। নাম পরিবর্তনের ক্ষেত্রে এই দুটি বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার ফেইসবুক পেইজের নাম পরিবর্তন হবে।
আপনি যতটা সহজ ভাবে আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর নাম পরিবর্তন করতে পারেন ততটা সহজে ফেইসবুক পেজের নাম পরিবর্তন করার সুযোগ পান না। ফেসবুক পেইজের নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ফেইসবুকের পলিসি মেনে চলতে হয়। অন্যথায় তা কখনো সম্ভব হয় না। ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করার সময় আমাদেরকে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। আর কমন সমস্যাই হচ্ছে নাম এপ্রুভ না হওয়া। আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি কেন এই সমস্যাটি হয়। কি করা যাবে এবং কি করা যাবে না। এবার চলুন আমার পেইজের নাম পরিবর্তন করতে এগিয়ে যাই। (ক্ষমা করবেন লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে) আমি যথাসাধ্য চেষ্টা করছি কিভাবে কম কথায় আপনাদেরকে সহজে বুঝতে পারি। বারবার দীর্ঘ লেখায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটুক এটা কখনোই চাই না। তারপরও লেখা দীর্ঘ হয়ে যায়, আমি জানি এটা ঠিক নয়। তারপরও আপনারা মনযোগ দিয়ে পড়েন এটাই আমার জন্যে অনেক কিছু। আর কথা বাড়াবো না চলুন আমারা পেইজের নাম পরিবর্তন করতে এগিয়ে যাই-
কিভাবে ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করতে হয়ঃ
এজন্য প্রথমে আপনি যে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান সেই পেইজে ড্যাশবোর্ডে চলে যান। এবং এখান থেকে About-Name-edit এই প্রসেস গুলো ব্যবহার করুন।
🔹Name Edit Option:
এই অপশনটিতে ক্লিক করার পর আপনার পছন্দমত একটি নাম বাচুন, যে নামটি অবশ্যই উপরে দেয়া পলিসি গুলোকে মান্য করবে। এবার আপনার ফেইসবুক পেইজের নাম টি সেভ করে দিন তাহলে আপনি দেখতে পারবেন যে ফেসবুক কর্তৃপক্ষ এটি একসেপ্ট করেছে।
আর এভাবেই আপনি খুব সহজেই আপনার ফেইসবুক পেইজের নাম পরিবর্তন করতে পারবেন যতবার ইচ্ছা ততবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন -এই কামনা করি। আগামিতে অন্য কোন টপিকে আবার কথা হবে।
No comments