অনলাইনে যারা নতুন ব্যবসা শুরু করেছেন এ টিপসগুলো জেনে নিন
🌿অনলাইন বিজনেস এর গুরুত্বপূর্ণ টিপস
🍁আপনার ইনবক্সে একটি অটো মেসেজ সেভ করে রাখুন।যা আপনার ক্রেতা আপনাকে ইনবক্সে নক করার সাথে সাথে তার কাছে পৌঁছে যাবে।সেখানে আপনি সেই ক্রেতাকে আপনার পেইজে আমন্ত্রণ জানিয়ে কিংবা রিপ্লাই না দেয়া অবধি অপেক্ষা করার জন্য অনুরোধ করতে পারেন।
🍁 বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনলাইন বিজনেস এর বিষয়টি খুবই দ্রুত গতিতে এগোচ্ছে। আর তাই প্রতিযোগিতা বেড়েছে বহুগুণ।
প্রতিযোগিতার বিষয়টি কিন্তু ইতিবাচক। কিভাবে? এতে আপনার কাজের মান বৃদ্ধি করার মানসিকতা বাড়াবে তাই।
যেমনঃ বাজারে যখন শুধুই লাক্স সাবানের আধিক্য ছিল।কেউ অন্য কোন সাবান চিনত না তেমন।
তখন একটা দীর্ঘ সময় এই সাবানের মোড়ক বা মান পরিবর্তনের দরকার ছিল না। যখনই লিলি,কেয়া সহ নানান সাবানের প্রচার বাড়ছিল সাথে সাথে পরিবর্তন আসা শুরু হল।আপনারা হয়তো খেয়াল করবেন,
এখন ক'দিন পরপরই এর রং, ঘ্রানের, মোড়কের পরিবর্তন করা হয়।আর তা করা হয় ক্রেতা আকর্ষণের মাধ্যমে প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য।
🍁ব্যবসায় উত্থান-পতন খুব স্বাভাবিক বিষয়। তা মেনে নিয়ে কাজ করে যেতে হবে।
🍁 বিজনেস পেজের লোগো একবারে নির্ধারণ করবেন এবং সেটিকে সবসময় ব্যবহার করবেন।লোগো বারবার পরিবর্তন করা ঠিক না।
🍁 বিজনেস পেজ খোলার পর আপনার আইডি অবশ্যই আনলক রাখবেন এবং অবশ্যই এক্টিভ থাকবেন। কেননা এটি নিশ্চিত হতে চাইবে যে আপনি প্রকৃত পক্ষে একজন সেলার কিনা।
🍁ক্রেতা যদি আপনাকে জানায় যে তিনি পরে যোগাযোগ করবেন তাহলে তাকে সেই সময় দিন। বারবার তাকে নিবে কিনা এটি জানতে চেয়ে মেসেজ দিবেন না বা বিরক্তি প্রকাশ করবেন না।
আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
ধন্যবাদ ❤️
No comments