how to create professional facebook page 2020

 

 

কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন 

যদিও একটি ফেসবুক পেজ তৈরি করার নিয়ম  অনেক বেশি  সহজ,তবুও অনেক সময়  অনেকের  পেজ ক্রিয়েট করতে অসুবিধা হতে পারে। তাই, আমি  ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার চেষ্টা করছি। আশা করি অনেকের উপকার হবে।

❓আমরা ফেসবুকে একটি পেজ কেন বানাই ?

আসলে, আমরা আমাদের ফেসবুক একাউন্টে কিছু লিমিটেড বন্ধু বানাতে পারি। কিন্তু, যদি আমাদের একটি লোকাল বা অনলাইন ব্যবসা থাকে বা ব্লগ থাকে বা ইউটিউবের চ্যানেল থাকে তাহলে সেই ব্যবসা সোশ্যাল মিডিয়াতে প্রোমোট  করার জন্য বা অনেক লোকদের সাথে আপনার ব্যবসার আইডিয়া শেয়ার করার জন্য,কাস্টমার বাড়ানোর জন্য পেজ অনেক বেশি লাভজনক এবং সহজ উপায়।

আমাদের ফেসবুক পেজে আনলিমিটেড লোকেরা লাইক  করে আমাদের ব্যবসার সাথে বা পেজের সাথে সংযুক্ত হতে পারবেন এবং আমরা পেজে যা যা আপডেট  দিবো সেগুলি তারা নিজের Facebook account এ দেখতে পারবেন।

 আমরা সবাই জানি যে, ফেসবুক এখনকার সময়্র সবচেয়ে বেশি প্রচলিত সোশ্যাল মিডিয়া  ওয়েবসাইট। এবং, ফেসবুক দ্বারা একটি পেজ বানিয়ে আমরা আমাদের ব্যবসার জন্য কাস্টমার বা ব্লগের জন্য ফ্রি ভিসিটর্স  এবং ট্রাফিক পেয়ে যেতে পারি।

ঠিক এই কারণেই আজ প্রত্যেকটি অনলাইন ব্যবসা, লোকাল ব্যবসা, blog বা ইউটিউবের চ্যানেলের একটি ফেসবুক পেজ থাকে।

যদি আপনার কোনো ব্লগ থাকে বা লোকাল ব্যবসা থাকে তাহলে আর দেরি করবেন না। এখনি নিজের ফেসবুক একাউন্টের থেকে একটি পেজ বানিয়ে নিন এবং নিজের অনলাইন ব্যবসাকে পেজের মাধ্যমে বিখ্যাত করে নিন।

ফেসবুকে একটি পেজ বানানোর জন্য সবচে আগে আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে।

 নিচে দেয়া স্টেপস গুলি ফলো করুন এবং নিজের একটি  পেজ বানিয়ে নিন-

📌স্টেপ ১. Create অপশনে ক্লিক করুন। 

 আপনি নিজের ফেসবুক  একাউন্টে লগইন করুন। একাউন্টে লগইন করার পর, ওপরে ডানদিকে আপনি “Create” বলে একটি অপশন দেখবেন। সোজাসোজি, create এ ক্লিক করুন।

📌স্টেপ ২. Page option সিলেক্ট করতে হবে

 create লিংকে ক্লিক করার পর, আপনার সামনে অনেকগুলি অপশন আসবে। যেহেতু, আপনি একটি ফেসবুক পেজ বানাতে চান তাই “PAGE” অপশনে ক্লিক করতে হবে

📌স্টেপ ৩. Business or brand অপশনে ক্লিক করুন

আপনি যদি নিজের লোকাল বা অনলাইন বিসনেস , blog বা ইউটিউবের চ্যানেলের জন্য একটি ব্র্যান্ড পেজ (brand page) বানাতে চাচ্ছেন, তাহলে “Business or brand” অপশনের নিচে “Get Started” বাটনে ক্লিক করুন।

📌স্টেপ ৪. পেজের একটি নাম দিন 

প্রথমেই আপনাকে “page name” বাক্সে নিজের নতুন পেজের একটি নাম দিতে হবে। মনে রাখবেন, পেজের নাম এমন দিবেন যেটা পড়েই লোকেরা আপনার ব্যবসার বিষয়ে বুঝতে পারবে।

এরপর নিচে “category” বাক্সে নিজের পেজের একটি বিভাগ সিলেক্ট করে নিন। উদাহরণ স্বরূপে, আপনার পেজ যদি একটি ব্লগের ওপরে তাহলে, “personal blog” বিভাগ হবে। আপনি, যেকোনো বিভাগ (category) দিতে পারবেন।

নিচে, “Continue” তে ক্লিক করুন।

📌স্টেপ ৫. Profile picture আপলোড করুন 

এখন, ফেসবুক আপনার পেজের জন্য আপনাকে একটি “profile picture” দিতে বলবে। আপনি অবশই পরে একটি প্রোফাইলের ছবি দিতে পারবেন। কিন্তু, এখন দিয়ে দিলে আপনার কাজ অনেক সোজা হয়ে যাবে।প্রোফাইল পিকচার হিসেবে আপনি আপনার ব্যবসার লোগো ব্যবহার করতে পারে।আপনার যদি লোগো তৈরি করা না থাকে তবে প্রফেশনাল ডিজাইনারের থেকে অবশ্যই তৈরি করে নিবেন।

প্রোফাইল ছবি  দেয়ার জন্য আপনি নিচে “Upload a profile picture” অপশনে ক্লিক করুন। এতে, আপনার কম্পিউটারের /মোবাইলের ফোল্ডার (folder) খুলে যাবে এবং আপনি নিজের কম্পিউটার বা মোবাইল  থেকে একটি ছবি সিলেক্ট করতে পারবেন।

📌স্টেপ ৬. Facebook cover image দিন 

 প্রোফাইল ফটো আপলোড করার পর ফেসবুক আপনাকে একটি “পেজের কভার ফটো” দেয়ার জন্য বলবে।

আপনি সোজাসোজি নিচে “upload a cover photo” অপশনে ক্লিক করে, নিজের কম্পিউটার / মোবাইল থেকে একটি কভার ফটো আপলোড করতে পারবেন।কভার ফটোও অবশ্যই বিজনেস রিলেটেড হতে হবে

👉Congratulations, আপনার ফেসবুকের  পেজ এখন তৈরি হয়ে গেছে। আপনি, এখন লোকেদের নিজের পেজে লাইক (like) করার জন্য invite করতে পারেন এবং নিজের ব্লগ বা ইউটিউবের চ্যানেলে পেজের লিংক দিয়ে লোকেদের আপনার পেজের সাথে সংযোগ  হতে বলতে পারেন।

❓এখন প্রশ্ন ফেসবুক পেজ বানানোর পর কি করবেন ?

পেজ তৈরী করার পর আপনার কিছু সেটিং  নিজেই করতে হবে।

সবচেয়ে আগেই, আপনি ওপরে “add a short description” অপশনে গিয়ে নিজের পেজের ব্যাপারে কিছু ৩ থেকে ৪ লাইনে লিখুন। এতে, যেকেউ  আপনার পেজের ব্যাপারে বুঝতে পারবে এবং দেখতেও প্রফেশনাল লাগবে।

এরপর, নিচে “create post” অপশনে গিয়ে আপনি নিজের পেজে কিছু ইন্টারেষ্টিং (interesting) প্রথম পোস্ট লিখুন এবং পোস্ট করুন। এতে, আপনার  পেজে ভিজিট করতে আসা নতুন লোকজন আপনার ব্যবসা বা পেজের সাথে জড়িত কিছু নতুন জানতে বা দেখতে পাবেন।

শেষে,মনে রাখবেন আপনার পেজে যত বেশি লাইক (like) হবে ততোই বেশি আপনার ব্যবসা বা অনলাইন ব্যবসার ব্যাপারে লোকেরা জানবে।

এর বাইরে, পেজে অনেক লাইক থাকলে আপনি নিজের ব্লগ বা ইউটিউবের ভিডিওতে ফ্রীতে সোশ্যাল মিডিয়া ট্রাফিক (social media traffic) বা ভিসিটর্স নিজের পেজের মাধ্যমে পাঠাতে পারবেন।

তাই, Facebook page বানানোর পরেই, পেজের ডান দিকে থাকা “search for friends to invite” বাক্সে নিজের বন্ধুদের নাম লিখে তাদের খুঁজে পেজ লাইক করার জন্য ইনভাইট করুন। এতে, আপনি প্রথম অবস্থাতেই কিছু লাইক নিজের  পেজে পেয়ে যাবেন।আর পেজ ক্রিয়েট করার পর পেজ প্রোমোট করলেও কিন্তু পেজের ফলোয়ার আর লাইক বাড়বে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন , আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন

No comments

Powered by Blogger.