How to keep your Facebook account secure
আপনার ফেসবুকের মেইল , নাম্বার , পাসওয়ার্ড আপনি ছাড়া কেহ জানেনা তারপরেও আইডি হ্যাক হয়ে গেল , কিভাবে হলো ?
অনেক উপায়ে হ্যাকিং করে ফেলা যায় আর সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং তা থেকে কিভাবে নিরাপদ থাকবেন সে উপায় বলে দেয়া থাকবে
কথা বলবো আজকে ফিসিং নিয়ে , ফিসিং কি ? এটা কিভাবে কাজ করে ? কি কি হ্যাকিং করা যায় এবং এ ফিসিং থেকে নিরাপদ থাকবেন কি করে ৷
#ফিসিং এর মাধ্যমে Facebook এবং যাবতীয় সোশ্যাল একাউন্ট হ্যাকিং করা হয় যেভাবে
ফিসিং কি ?
অনেকগুলো ওয়েবসাইট আছে ,হ্যাকারের কাজ যারা করে ঐ ওয়েবসাইট গুলোতে প্রথমে তারা একাউন্ট করে ৷ ওয়েবসাইট গুলোর ভিতরে যার যার একাউন্টে অনেকগুলো লিংক থাকে , যেমন ফেসবুকে লগইন করার, ইনস্টাগ্রামে লগইন করার এ লিংকগুলোকেই ফিসিং লিংক বলা হয়ে থাকে , এ লিংকগুলোকে প্রথম কপি করা হয় এবং Edit করে মেসেজ লাগানো হয় লিংকের সাথে ,, এ টাইপের মেসেজ থাকে ( আপনি এ লিংকে ক্লিক করুন অপনার ফেসবুক লগইন করে বিকাশ নাম্বার দিন তাহলে আপনাকে দুই হাজার টাকা পাঠানো হবে ) মোট কথা লোভনীয় অফার লিখা থাকবে ঐ লিংকের সাথে ৷ যখনি আপনি তার দেয়া লিংকে ক্লিক করে ফেসবুক লগইন করবেন ঠিক তখনি আপনার মেইল,নাম্বার,একাউন্টের পাসওয়ার্ড সবকিছু লিস্ট আকারে তার কাছে যাবে,, কোথায় যাবে মেসেন্জারে ??
জ্বী না মেসেন্জারে নয় সে যে ওয়েবসাইটে একাউন্ট করে এসব লিংক তৈরি করেছিল ঐ ওয়েবসাইটে তার ড্যাশবোর্ডে লিখা থাকে Your Victim ,, এ ভিকটিম লিস্টে সবকিছু সেভ হয়ে থাকবে তখন সে আপনার আইডির সকল তথ্য নিয়ে লগইন করে ফেলে এ নিয়মে হ্যাকিং করাকেই বলা হয় ফিসিং ৷৷
আচ্ছা ফিসিং লিংক শুধু মেসেন্জারে আসে ?
জ্বী না এ লিংক আপনার নাম্বারে আসতে পারে , মেইলে আসতে পারে , ইমুতে আসতে পারে
(ভয় পাবার কারণ নেই উপায় বলে দিচ্ছি)
এখন তো জেনেই গেলেন কিভাবে ফিসিং লিংকের মাধ্যমে একাউন্ট হ্যাক করা হয় এমন কোন লিংক যদি আসে মেসেজের মাধ্যমে যে আপনাকে কিছু দেয়া হবে ঐ লিংকের মাধ্যমে যদি আপনার একাউন্টে প্রবেশ করেন , অথবা কিছু দেখতে পারবেন তাহলে ভুলেও এমন লিংকে ক্লিক করবেন না ৷৷ লিংকে প্রবেশ করলেই দেখবেন হুবহ ফেসবুকের হোম পেজ সবকিছুই ফেসবুকের কিন্ত যখনি আপনি তথ্য দিয়ে প্রবেশ করবেন আর কিছুই হবেনা
কেহ যদি মেসেজের মাধ্যমে আপনার একাউন্ট নিতে না পারে , তবে সে অন্য পথ বাহির করে যেমন মেইলের মাধ্যমে তখন সে অনেক অফার দিয়ে মেইল করবে , অথবা বলবে যে আপনার মেইল হ্যাক হয়ে যাচ্ছে এখনি এ লিংকে প্রবেশ করে আপনার যাবতীয় তথ্য দিন আমরা গুগল থেকে আপনাকে মেইল করেছি
আহারে আপনিতো মেইল চেক করেই ক্লিক করবেন মেইল তো ঠিকই আছে গুগল থেকেই আসছে
( তাহলে আরেকটি বিষয় জানিয়ে দেই মেইল নিজের ইচ্ছা মতো বানিয়ে পাঠানো যায় তবে সেই মেইলটি প্রায় সময় spam বক্সে যায় অনেকেই না বুঝে ক্লিক করে রিপ্লে দিয়ে ফেলে তাতেই ঘটে বিপদ )
মেইল থেকে কখনোই অপরিচিত কারো মেইল আসলে আর ঐ লিংকে এপ্স যদি লিংক থাকে তখন যদি আপনাকে লিংকে প্রবেশ করতেই হয় তাহলে লিংক কপি করে গুগলে এসে সার্চ করে দেখে নিবেন , সরসরি মেইল থেকেই লিংকে ক্লিক করবেন না ,, অনেক সময় স্পন্সর আসে ৷৷ স্পন্সর এভাবেই চেক করা হয় আর এটাই সঠিক নিয়ম ,, যত বড় বড় YouTube চ্যানেল হ্যাকিং হয়েছে সবগুলোই এই ফিসিং এর মাধ্যমে করা হয়ে থাকে , যেমন বলা হয় আপনাকে আমরা এক হাজার ডলার দিবো আমাদের এই এপ্স নিয়ে আপনি একটি ভিডিও দিবেন দশ মিনিটের এবং আপনি এ লিংক থেকেই এপ্সটি ডাউনলোড করতে হবে ঠিক যখনি ডাউনলোড করা হয় আপনার মোবাইলের ডাটা অটো ট্রান্সফার হয়ে তাদের কাছে যায়
সুতরাং এসব বিষয়গুলো খেয়াল রাখবেন সতর্ক থাকবেন কখন যে নিজের অজান্তে ভিকটিম হয়ে যাবেন টের পাবেন না
আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন , অনেক কষ্টে লিখাগুলো লিখেছি একটি কমেন্ট করে যাবেন তাহলে আরও ভালো ভালো লিখা , টিপস , আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ৷ আশা করি পাশে থেকে সহযোগিতা করবেন
No comments