Word of mouth marketing কি ? আসুন জেনে নেই

 


আজকে আমরা বিজনেস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো , তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক

একই পণ্য বিক্রি করে একজন এর মাসিক ইনকাম ৫০০০০ আরেকজনের মাত্র ৫০০০।।এর কারন কি? অবশ্যই  Marketing.. ❗

🚩Marketing  এর একটি অংশ হলো "word of mouth marketing "❤

একজন ব্যক্তি থেকে অন্য একজন ব্যক্তির কাছে অবাণিজ্যিক ভাবে তথ্য পাঠানো কেই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং বুঝায়।

মনে করেন, আপনি জানতে পারলেন যে অমুক এক প্রতিষ্ঠান ফ্রি তে অনেক গরিবদের ২ বেলা খাওয়াচ্ছে প্রতিদিন।একজন সোশ্যাল মিডিয়ায় সেই ব্যাপার এ লিখেছে আপনি সেই থেকেই জানতে পারলেন। তারপর  আপনি পোস্ট  টা শেয়ার  দিলেন বা গল্পের চলে আরো ১০ জন মানুষ কে প্রতিষ্ঠান টি সম্পর্কে জানাই দিলেন।।এতে বিনামূল্যে তাদের প্রতিষ্ঠান এর এডভারটাইজিং হয়ে গেলো।, ❤

আমরা যখন কোনো পন্য কিনতে চাই তখন  পণ্যের অনলাইন বিজ্ঞাপন এর উপর  ভরষা করার চেয়ে আপন পরিচিত মানুষ দের কাছে ওই পণ্যের ব্যাপার এ জানতে চাই।আর ১জন ভালো ক্রেতা আরো ১০ জন ক্রেতা এনে দিতে পারে। তাই  ওয়ার্ড অফ মাউথ  এর ব্যবহার  অফলাইনে  ৯৩%। আর অনলাইন  এ ৭%.... 

স্টার্ট আপ এ অনেক অনেক সেল এর চিন্তা  করাটা বোকামি ছাড়া আর কিছুই না! একই ভাবে লাখ লাখ টাকার পণ্য স্টক করা ও।

প্রথমে ধিরে ধিরে মার্কেট ধরতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। mouth marketing এর ব্যবস্থা করতে হবে। এমন ভালো সার্ভিস দিতে হবে যেনো কাস্টমার খুব উৎসাহের সাথে অন্য একজন কে আপনার পণ্যের ব্যাপার  এ জানাইতে পারে,❤ 


আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন 

No comments

Powered by Blogger.