ডোমেইন সম্পর্কে A to Z ধারণা একই পোস্টে

 আজকের এ পোস্ট পড়ার পর আপনি নিজেই ডোমেইন এর বিষয়ে সবকিছু জেনে ফেলতে পারবেন 


✍ ডোমেইন

🏘 শাব্দিক অর্থঃ ঠিকানা, পরিচয়..

🏘 সাধারণত আমাদের সবার পরিচিতির জন্য একটা ঠিকানা থাকে...

🏘 যে এলাকায় থাকি আমরা সবাই চাই সে এলাকায় যেন আমার আলাদা স্বতন্ত্র পরিচয় বা ঠিকানা থাকবে, আশেপাশের সবাই যেন এক নামেই খুঁজে পায়..৷

🏘 মানুষের ক্ষেত্রে অনেক নাম থাকলেও কিন্তু ভিন্নতা পাওয়া যায়, তবে ডোমেইনে এক নামেই পাবেন...

🌍  তেমনিভাবে ইন্টারনেটে আপনার একটা পরিচয়,ঠিকানার জন্য স্বতন্ত্র নামই নির্বাচন করতে হবে, যে নামে কেউ থাকবে না বা থাকার সম্ভাবনা ০%,  আপনি সেখানে একাই এক নামে থাকবেন..

🌍 আপনি যেমন আবাসিক, বাণিজ্যিক, শিক্ষাজোন এলাকা, তথ্যকেন্দ্র, ডেভোলাপার, সংস্থা বা ইত্যাদি এলাকায় বা নিজের মত নির্বাচন করে থাকতে পারবেন বা ব্যবসা অথবা কাজ করতে পারবেন, তেমনি ডোমেইনের ক্ষেত্রে আপনি নির্বাচন করতে পারবেন এমন কিছু যা নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক..

🌎 অর্থাৎ,  আমাদের কে যেমন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট নামে খোঁজা হয়, তেমনি ওয়েবসাইটেও নির্দিষ্ট নামেই খোঁজে.. 

🌎 ডোমেনে সাধারণত দুইটি অংশ পাবেন,
🌎 মূল নাম(আপনার দেওয়া নাম+ এক্সটেনশন.
🌎 যেমন narikelwala .com 
🌎 এখানে narikelwala হচ্ছে মেইন নেম এবং  .com  হচ্ছে এক্সটেনশন।
🌎 আবার এক্সটেনশন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যেমনঃ
🌎 .com সাধারণ বা ব্যবসার কাজের জন্য
🌎 .net নেটওয়ার্ক সার্ভিস জনিত কাজের জন্য
🌎 .info বিভিন্ন  তথ্যমূলক সাইটের জন্য
🌎 .org বিভিন্ন সংস্থার কাজের জন্য
🌎 .edu শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষামূলক সাইটের এর জন্য
🌎 .gov সরকারী কাজের জন্য
ইত্যাদি সহ আপনার পছন্দ মত নিতে পারবেন..৷

🌍  উদাহরণ হিসাবে বলা যায়, আমার কোম্পানি আমি কোন মাধ্যমে পরিচালিত করবো!  সে হিসাবে যেমন এলাকা বাচাই করবো, তেমনি ডোমেইনের ক্রয়ের ক্ষেত্রেও তাই, অর্থাৎ ব্যবসা হলে হবে narikelwala. com
কারণ আমারটা ব্যবসা হিসাবে পরিচালিত হবে...
অন্য কিছু হলে সেটা হবে সে ক্যাটাগরির মধ্যে.৷

🌎 ডোমেইনের সুবিধা/কেন কিনবেনঃ

🌍 বর্তমানে আমরা যে মাধ্যম ব্যবহার করে আমাদের ব্যবসা ও পেইজ পরিচালিত করছি সেটা হলো ফেসবুক মাধ্যম, এইটা কিন্তু আমাদের সম্পত্তি না! 

🌍 লাইক, বাসা ভাড়ার মত, মালিক পক্ষ যেমন কথা বলা ছাড়াই বের করে দেন তেমনি বিনা নোটিশে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে তাড়িয়ে দিতে পারবে,  কারণ বলা যায় আমি ফেসবুকে থেকে আমার কাজ পরিচালিত করছি..

🌎 বন্ধ হয়ে গেলে আপনার পেইজ রিচ, কাস্টমার, সব হারাবেন কিন্তু আপনার নিজস্ব ওয়েবসাইটে সব পাবেন.

🌎 আবার আপনার পেইজের রিচ+কাস্টমার সুনাম দেখে যদি কেউ আপনার পেইজের নামে  কেউ ডোমেইন কিনে রাখে তাহলেও আপনার অসুবিধা..

🌎 তাই ডোমেইন কিনে রাখলে আপনার সুবিধা মত আপনি ব্যবহার করলেন, কেউ আপনাকে বের করার বা আপনার নাম দখল করে নেওয়ার সুযোগ থাকলো না!

🌎 কারণ ফেইসবুকে আপনার পেইজের নামে অনেক নাম পাবেন, কিন্তু ডোমেইনে পাওয়ার কোন সম্ভাবনা নেই!

🌎 তাই অনলাইন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোমেইন কিনার গুরুত্ব বুঝতে হবে..

🌎 যদি দীর্ঘমেয়াদী বিজনেসে থাকতে চান, তাহলে পেইজ নাম+ডোমেইন নাম একই রেখে পেইজ খোলার পাশাপাশি ডোমেইন কিনে রাখবেন৷

🌎 আপনি যদি মোটামুটি মানের একটি ডোমেইন কিনতে চান তাহলে ১০০০-৫০০০ টাকার মধ্যে পেতে পারেন। (বিটিসিএল এর রেট অনুসারে)

🌎 বলাতো যায় না!  কখন আপনার নাম বেহাত হয়ে যায়!

সিক্রেট সকল বিষয়গুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম ৷ পাশে থাকবেন dsbwe blog এর সাথেই থাকার চেষ্টা করবেন 

আজ এতটুকুই , সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন


No comments

Powered by Blogger.