ডোমেইন ক্রয়ের ক্ষেত্রে ছয়টি বিষয় জেনে নিবেন
ডোমেইন ক্রয়ের সময় যে ছয়টি বিষয় মনে রাখবেন
🍁 ডোমেইন এর নাম টা সঠিক ভাবে নির্বাচন করে নিবেন। অনেকেই আছেন, ভুল করে ফেলেন নাম। এতে কিন্তু লাভ নেই ডোমেইন নিয়ে। ডোমেইন এর বানান যাতে ঠিক থাকে, সেটা দেখুন। সময় নিন। একটা ডোমেইন আপনার ব্যবসার আজীবনের জন্য। ভুল যাতে না হয় কোনভাবেই।
🍁কোন জায়গা থেকে ডোমেইন কিনবেন, সেটা দেখে নিন। যাচাই করে নিন। আপনি কারো পরামর্শ নিন, সেটা ঠিক আছে। কিন্তু নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন। কি জন্য ডোমেইন দরকার, কি কি করবেন আপনার ওয়েবসাইট দিয়ে, কনটেন্ট কেমন হবে, আপনার প্রধান উদ্দেশ্য কি হবে ডোমেইন টা নিয়ে, এই গুলি আগেই সিদ্ধান্ত নিয়ে নিন।
🍁 ভালো এবং বিশ্বস্ত কোন কোম্পানি কিংবা রিসেলার থেকে নিন ডোমেইন। যার তার কথায় কিনতে রাজি হবেন না। ,বিশ্বস্ত কিনা, সেটা যাচাই করবেন। যদি গ্রুপ থেকে ডোমেইন কিনেন কারো কাছ থেকে, আগে দেখে নিবেন তার এক্টিভিটি কেমন? যদি দেখেন যে এক্টিভ, তাহলে আগাবেন।
🍁ডোমেইন কেনার ক্ষেত্রে অবশ্যই পুরো কন্ট্রোল প্যানেল নিতে হবে। আপনি যদি না বুঝে থাকেন এটা নিয়ে, বিশেষজ্ঞ কারো থেকে সাহায্য নিয়ে নিবেন।
🍁 ট্রেডমার্ক যাতে না থাকে ডোমেইনে, সেটা যাচাই করবেন। ট্রেডমার্ক বলতে বুঝিয়েছি যে, ডোমেইন যেন অন্য কারো মালিকানা বা সত্ত্ব না থাকে। Trademarkia নামে ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে আপনি ট্রেডমার্ক চেক করতে পারবেন। যদি দেখেন কারো ট্রেডমার্ক নেই, তাহলে সেই ডোমেইন ঠিক আছে।
🍁 দাম যাচাই করবেন। একই ডোমেইনের জন্য এক এক ওয়েবসাইট এক এক রকম দাম রাখে। সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। প্রতি বছর কিন্তু ডোমেইন এর রেজিস্ট্রেশন এবং নবায়ন বা রিনিউ এর জন্য চার্জ পরিশোধ করতে হয়। সেই মুল্য কত, সেটা আগেই যাচাই করে নিবেন।
আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
🍁 ডোমেইন এর নাম টা সঠিক ভাবে নির্বাচন করে নিবেন। অনেকেই আছেন, ভুল করে ফেলেন নাম। এতে কিন্তু লাভ নেই ডোমেইন নিয়ে। ডোমেইন এর বানান যাতে ঠিক থাকে, সেটা দেখুন। সময় নিন। একটা ডোমেইন আপনার ব্যবসার আজীবনের জন্য। ভুল যাতে না হয় কোনভাবেই।
🍁কোন জায়গা থেকে ডোমেইন কিনবেন, সেটা দেখে নিন। যাচাই করে নিন। আপনি কারো পরামর্শ নিন, সেটা ঠিক আছে। কিন্তু নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন। কি জন্য ডোমেইন দরকার, কি কি করবেন আপনার ওয়েবসাইট দিয়ে, কনটেন্ট কেমন হবে, আপনার প্রধান উদ্দেশ্য কি হবে ডোমেইন টা নিয়ে, এই গুলি আগেই সিদ্ধান্ত নিয়ে নিন।
🍁 ভালো এবং বিশ্বস্ত কোন কোম্পানি কিংবা রিসেলার থেকে নিন ডোমেইন। যার তার কথায় কিনতে রাজি হবেন না। ,বিশ্বস্ত কিনা, সেটা যাচাই করবেন। যদি গ্রুপ থেকে ডোমেইন কিনেন কারো কাছ থেকে, আগে দেখে নিবেন তার এক্টিভিটি কেমন? যদি দেখেন যে এক্টিভ, তাহলে আগাবেন।
🍁ডোমেইন কেনার ক্ষেত্রে অবশ্যই পুরো কন্ট্রোল প্যানেল নিতে হবে। আপনি যদি না বুঝে থাকেন এটা নিয়ে, বিশেষজ্ঞ কারো থেকে সাহায্য নিয়ে নিবেন।
🍁 ট্রেডমার্ক যাতে না থাকে ডোমেইনে, সেটা যাচাই করবেন। ট্রেডমার্ক বলতে বুঝিয়েছি যে, ডোমেইন যেন অন্য কারো মালিকানা বা সত্ত্ব না থাকে। Trademarkia নামে ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে আপনি ট্রেডমার্ক চেক করতে পারবেন। যদি দেখেন কারো ট্রেডমার্ক নেই, তাহলে সেই ডোমেইন ঠিক আছে।
🍁 দাম যাচাই করবেন। একই ডোমেইনের জন্য এক এক ওয়েবসাইট এক এক রকম দাম রাখে। সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। প্রতি বছর কিন্তু ডোমেইন এর রেজিস্ট্রেশন এবং নবায়ন বা রিনিউ এর জন্য চার্জ পরিশোধ করতে হয়। সেই মুল্য কত, সেটা আগেই যাচাই করে নিবেন।
আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
No comments