প্রোডাক্ট ফটোগ্রাফিতে মাস্টার হয়ে যান আজ থেকে



🌿অনলাইন বিজনেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে খেয়াল রাখতে হয়, সেটা হল পণ্যের ফটোগ্রাফি। কারন এখানে পন্যকে দেখার প্রধান মাধ্যমই হল ফটো। আপনার পণ্যের ছবি যতটা আকর্ষনীয় হবে, আপনার পণ্য বিক্রি হওয়ার পসিবিলিটি ততটাই বেড়ে যাবে। ব্যপারটা কখনোই এমন নয়  যে, আপনি একটা শাড়ি কিনে নিয়ে এলেন, সেটাকে কোনরকমে একটা ছবি তুলেই পোষ্ট দিয়ে দিলেন আর হু হু করে বিক্রি হতে লাগলো!
 হয়ত এখন অনেকেই ভাবতে বসেছেন যে, কই আমি তো ভালো ছবি তুলতে পারিনা তবু আমার বিক্রি তো হচ্ছে!
হ্যা বিক্রি নিশ্চই হবে, তবে সেটা আপনার পরিচিতির কারনেই হবে হয়ত! আর এটা প্রথম প্রথম ই হতে পারে। দীর্ঘমেয়াদে কখনোই এটা হতে পারেনা। পারেনা মানে পারেই না।

🌿এখনকার সময়ে আপনি যত আধুনিক হবেন ততটাই সব কিছুর সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবেন। আর এই আধুনিকতা টা শুধু আপনার সাজ পোশাকে নয়, আপনার আচরণ,  কথায়, কাজে হতে হবে। ফটোগ্রাফি ব্যাপারটাও একই। কোন একটা পন্য একটা যায়গায় রেখে দিয়ে দুই চারটা ক্লিক করাই কিন্তু ফটোগ্রাফি নয়, আর আধুনিক ফটোগ্রাফি তো নয় ই।

🌿আমি এই গ্রুপে অনেককে ফটোগ্রাফি নিয়ে লিখতে দেখেছি। তারা খুব ভালো ভালো আইডিয়াও দিয়েছেন সবাই। আপনারা চাইলে পড়েও নিতে পারেন। কিন্তু সে সকল বিষয় তাত্বিক মনে হয়েছে আমার। কারন যারা ফটোগ্রাফি বোঝেই না, তার ফটোগ্রাফির কঠিন ভাষা তো আরো আগে বুঝবে না।
আমি তাই সহজ করে কয়েকটা ট্রিকস শেয়ার করবো। যেগুলো ব্যবহার করলে একজন নতুন উদ্যোক্তাও তার পণ্যের ভালো এবং আধুনিক ফটোগ্রাফি করতে পারবেন।
তো শুরু করা যাক....

💠★ উজ্জ্বল আলোয় বা দিনের আলোয় ছবি তুলুন। তবে প্রখর আলোতে নয়। মনে রাখবেন প্রকৃতি প্রদত্ত আলো আপনি কখনই খুব ভালো লাইটের ব্যবহার করেও পাবেন না।  তবে আমরা কিছু কিছু ফটোগ্রাফি রাতে করি, আর সেটা আলোর ব্যতিক্রমতা আনার জন্য। তবে প্রোডাক্ট ফটোগ্রাফিতে এটা না করাই ভালো। কারন পণ্যের ন্যাচারাল কালারটাই আমাকে ক্রেতার কাছে তুলে ধরতে হবে।

💠★ দিনের সকাল বেলা মানে ৯ টার আগে এবং বিকেল ৪ টার পর ছবি তোলার পারফেক্ট সময়। সাধারণ মানের ছবিও গ্লো করে এই সময়ে। ইনডোরে হলে দিনের অন্য সময়েও করা যেতে পারে। তবে সেখানে পণ্য টা কি সেটা মাথায় রাখতে হয়।

💠★ আধুনিক ফটোগ্রাফিতে প্রকৃতি এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। যে কোন কিছুর ফটোগ্রাফি ই হোকনা কেন, সেটা প্রকৃতির কাছে নিয়ে তুলতে পারলে সেই ছবির আলাদা বিশেষত্ব প্রকাশিত হয়। বুঝতে অসুবিধে হচ্ছে?
আচ্ছা বুঝিয়ে বলছি....
ধরেন আপনি শাড়ির ফটোগ্রাফি করবেন, সেই ছবিতে যদি মেঘ, আকাশ, ঘাস, পানি নিয়ে আসতে পারেন। দেখবেন সেই ছবিটা অন্য সকল ছবির চেয়ে বেশি ই আকৃষ্ট করছে সকল কে। আর এটাই ফটোগ্রাফির আধুনিক চিন্তা। আগে কিন্তু পণ্যের এমন ফটোগ্রাফি হতনা। আবার ধরেন আপনি চা পাতার ফটোগ্রাফি করতে চান, আপনার ফটোগ্রাফির জন্য একটা বর্ষণমুখর দিন হতে পারে অসাধারন কিছু। এককাপ চা হাতে নিয়ে বাইরের বৃষ্টিটাকে ব্যকগ্রাউন্ডে রেখে তুলে ফেলতে পারেন দারুন সব ছবি। এভাবে আপনাকেই ভেবে বের করতে হবে। যেটা অনেকেই খুব সুন্দর ভাবে করছেন এখন।

💠★ একটা বিষয় মাথায় রাখবেন সব সময়, সাবজেক্টের বাইরে অবশ্যই আপনাকে ব্যকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে কিছু অবজেক্ট।  বুঝিয়ে বলছি...
ধরেন আপনি মশলা নিয়ে কাজ করেন। তো সেই মশলার ফটোগ্রাফিতে আপনি  যে পাত্রে মশলাগুলো রাখবেন, তার আশেপাশে কিছু মশলা কে ছড়িয়ে ছিটিয়ে রাখুন। এটাকে বলে অবজেক্ট। আর এটাই আপনার সাবজেক্টকে বেশি ফোকাশ করবে।
আবার ধরেন আপনি রান্না করা আইটেম নিয়ে কাজ করেন। তাহলে রান্না করা সকল খাবারকে সাজিয়ে নিয়ে একটু দূরে দুই গ্লাস বোরহানি আপনার ছবির ব্যকগ্রাউন্ডের কাজ করবে। অথবা, বিশেষ কোন পদকে হাইলাইট করতে চাইলে ছবির ফ্রেমের পাশ সাদা ভাত, কোন জুসের গ্লাস, একটা ফুলের তোড়ার হাফ অংশ এসব রাখলে আপনার ছবির ফ্রেম যেমন পরিপূর্ণ হবে  তেমনি আপনার সাবজেক্ট  ফুটেও উঠবে।

💠★ ইনডোর ফটোগ্রাফিতে কালো কাপড় ব্যবহার করবেন। কারন কালোতে আলোর রেশিওটা সমান ভাবে সেট হয়।
তবে, একটু ডার্ক কিছুর ফটোগ্রাফিতে সাদা কাপড় ব্যবহার করতে হয়। প্রোডাক্ট ফটোগ্রাফিতে আপনাকে  ডেডিকেটেড হতেই হবে। এই ব্যপারে ভাবনায় আপনি যত উন্নত হবেন, আপনার ফটোগ্রাফি ততটাই ভালো হতে বাধ্য।

💠★ এবার একটা সহজ অথচ দারুণ ট্রিকস বলি। আমরা বেশিরভাগই ইনডোর ফটোগ্রাফি করি বলে প্রকৃতির সাথে সেই ফটোগ্রাফিকে চফ করতে পারিনা। সেক্ষেত্রে কলাপাতা অনেক বেশি কার্যকরী। খুব সহজই আপনাকে প্রাকৃতিক আবহ এনে দেবে কলাপাতা।
এছাড়া যারা কৃত্তিম ফুল লতা ব্যবহার করছেন, তাদের বলব সেগুলোর রংটা যেন সবুজ হয়। সবুজ রংটাই সকলের চোখে সব চেয়ে বেশি থাকে সব সময়, তাই এটা ছবিতে দেখলেও আমাদের ব্রেন দ্রুত রেসপন্স করে। আর তখন সেই ছবিটা দেখতে বাধ্য হই। আর যত বেশি ছবি দেখবে, ততই আপনার পণ্য পছন্দ করে ফেলার চান্স থাকবে, তাইনা?

💠★সব সময় আলোর বিপরীতে ছবি তোলা উচিত। ইনডোর ফটোগ্রাফিতে  সামনে দুই দিক থেকে দুটো লাইট দিয়ে অবশ্যই উপরেও একটা লাইট দিতে হবে।আমাদের মধ্যে প্রায় সবাই সামনে লাইট দিলেও উপরে লাইট দেন না! এখন থেকে উপরে একটি লাইট দিয়েই দেখুন। পার্থক্য নিজেই বুঝতে পারবেন।

💠আজ আর বেশি কিছু বলব না। এই ট্রিকিস গুলো যারা ফটোগ্রাফিতে নতুন তাদের জন্য

সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন 

No comments

Powered by Blogger.