ইমোজির আবিস্কার হলো কি করে জেনে নিন
ইমোজি আসলো কোথায় থেকে ? সর্ব প্রথম কে আবিস্কার করলো ইমোজি চলুন জেনে নেই
🔴ইমোজির কারসাজি🔴
নিত্যদিন আমরা বিভিন্ন ইমোজি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় বুঝি না কোন ইমোজি কেন ব্যবহার করা হয়!!
🚩প্রথম ইমোজির কিছু ইতিকথা বলিঃ-
অনেকেরই ধারনা ইমোজি শব্দ টি এসেছে "ইমোশন" থেকে।কিন্তু আসলে তা না। এই শব্দ এসেছে সূদুর জাপান থেকে!জাপানিজ ই(E) বলতে বোঝায় ছবি আর মোজি(moji) বলতে বোঝায় "অক্ষর ".যার আক্ষরিক অর্থ চিত্রলিপি।
অক্ষর ব্যবহৃত হয় ভাষা বোঝাতে,। তাই এটাকে ইমোজি নাম দেওয়া হয়❤
🚩ইমোজির প্রথম ইতিকথাঃ-
১৯৯৯ সালে জাপানের মোবাইল ইন্টারনেট অপারেটর ডোকোমতে কাজ করা শিগেটাকা কুরিতা নামে এক ব্যক্তি সর্ব প্রথম ইমোজির তৈরি করেন।উনার তৈরি ইমোজি সেট এ মোট ১৭৬ টি ইমোজি ছিলো।
🚩ইমোজি কি-বোর্ডঃ
২০১১ সালে অ্যপেল কোম্পানি সর্বপ্রথম অফিশিয়ালি তাদের মোবাইল অপারেটিং সিস্টেম এ ইমোজি কিবোর্ড যোগ করেন।তার ২ বছরের মধ্যে তা এন্ড্রয়েড ফোন ও চলে আসে।
🚩ইমোজির সঠিক ব্যবহারঃ
হরহামেশাই ইমোজি ব্যবহার করলেও সব জায়গায় কিন্তু ইমোজি ব্যবহার করা কি যৌক্তিক??ইমোজি ব্যবহার করা টা ও কিন্তু এক প্রকার শিষ্টাচার এর মধ্যে পরে।
যেমনঃ
🖤বন্ধুদের সাথে যেইসব ইমোজি ব্যবহার করি সে সব ইমোজি শিক্ষক দের সাথে ব্যবহার কিরা উচিত না।
🖤কাস্টমার এর সাথে যেমন ইচ্ছা তেমন ইমোজি ব্যবহার করা যাবে না।
🖤ক্যাজুয়াল ডিস্কাশন,অফিশিয়াল ডিস্কাশন,আলচনা মূলক কথায় ইমোজির ব্যবহার পরিমিত রাখা উচিৎ।
🖤কোনো এপ্লিকেশন ইমেল এর ক্ষেত্রে ইমোজি ব্যবহার করা উচিৎ না।
🖤কথায় কথায় প্রত্যেক লাইন এ ইমোজি ব্যবহার করাটা ও ঠিক না।
🚩 কিছু ইমোজির অর্থঃ-
😊/☺ = লাজুক হাসি বা মুচকি হাসি। ( কাস্টমার ডিলিং এর সময় এর ইমোজির ব্যবহার বেশি হয়৷ যেমনঃ জি আপু😊,কেমন আছেন😊,জলদি পেয়ে যাবেন ইনশা আল্লাহ😊,ইত্যাদি পজিটিভ কথা বার্তার ক্ষেত্রে)
🙂= এটা যদি একদম সাধারণ হাসি তবে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এটাকে "সেন্টিমেন্টাল " এর ক্ষেত্রে ব্যবহার করে।রাগ হলে, মন খারাপ হলে ইত্যাদি ক্ষেত্রে😐
😀/😃/😄= সাধারণ মুখ, আনন্দ, প্রফুল্লতা, বিনোদোন প্রকাশ করতে।
😅= হাফছেড়ে বাচাঁ/ ইতস্তত
🙃= বোকামি বা ব্যাঙার্থক বা সারকাজম।
😇= সৌভাগ্যবান বা খুশি হয়ে কৃতজ্ঞতা বোঝাতে।
🙄= অবিশ্বাস্য /বিরক্ত/অধৈর্য বোঝাতে
😒= বিরক্ত বা অসন্তুষ্টি
😋= খাবার দেখে জিভে জল আসা,ক্ষুধার্ত
😎= ভাব দেখানো অর্থে।
🤔=চিহ্নিত
🤗= জড়িয়ে ধরা বোঝাতে
😐= বোকা হয়ে যাওয়া অর্থে
😑=বিরক্ত
😍= কিছু দেখে বেশি আন্দিত হওয়া
🤭= লজ্জা পাওয়া
😛😝😜=দুষ্টমি অর্থে
😱😲😳= অবাক হওয়া
😏= পাত্তা না দেওয়া অর্থে বা ভেঙচিয়ে
🤣😂=হাস্যকর
😘= চুম্বন বা ভালোবাসা প্রকাশে
😈= কারো ক্ষতি করে ভালো অন্যের দুঃখে খুশি হওয়া
🥺= ভুল করলে মাফ চাওয়া অর্থে ব্যবহার কিরা হয় এখন😀
🥰=প্রেমে থাকা, সুখি, স্নেহময় অর্থে
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বাকি গুলা সবাই জানেন😁 তাই আর দিলাম না
তাহলে আজ এ পর্যন্ত , সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
🔴ইমোজির কারসাজি🔴
নিত্যদিন আমরা বিভিন্ন ইমোজি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় বুঝি না কোন ইমোজি কেন ব্যবহার করা হয়!!
🚩প্রথম ইমোজির কিছু ইতিকথা বলিঃ-
অনেকেরই ধারনা ইমোজি শব্দ টি এসেছে "ইমোশন" থেকে।কিন্তু আসলে তা না। এই শব্দ এসেছে সূদুর জাপান থেকে!জাপানিজ ই(E) বলতে বোঝায় ছবি আর মোজি(moji) বলতে বোঝায় "অক্ষর ".যার আক্ষরিক অর্থ চিত্রলিপি।
অক্ষর ব্যবহৃত হয় ভাষা বোঝাতে,। তাই এটাকে ইমোজি নাম দেওয়া হয়❤
🚩ইমোজির প্রথম ইতিকথাঃ-
১৯৯৯ সালে জাপানের মোবাইল ইন্টারনেট অপারেটর ডোকোমতে কাজ করা শিগেটাকা কুরিতা নামে এক ব্যক্তি সর্ব প্রথম ইমোজির তৈরি করেন।উনার তৈরি ইমোজি সেট এ মোট ১৭৬ টি ইমোজি ছিলো।
🚩ইমোজি কি-বোর্ডঃ
২০১১ সালে অ্যপেল কোম্পানি সর্বপ্রথম অফিশিয়ালি তাদের মোবাইল অপারেটিং সিস্টেম এ ইমোজি কিবোর্ড যোগ করেন।তার ২ বছরের মধ্যে তা এন্ড্রয়েড ফোন ও চলে আসে।
🚩ইমোজির সঠিক ব্যবহারঃ
হরহামেশাই ইমোজি ব্যবহার করলেও সব জায়গায় কিন্তু ইমোজি ব্যবহার করা কি যৌক্তিক??ইমোজি ব্যবহার করা টা ও কিন্তু এক প্রকার শিষ্টাচার এর মধ্যে পরে।
যেমনঃ
🖤বন্ধুদের সাথে যেইসব ইমোজি ব্যবহার করি সে সব ইমোজি শিক্ষক দের সাথে ব্যবহার কিরা উচিত না।
🖤কাস্টমার এর সাথে যেমন ইচ্ছা তেমন ইমোজি ব্যবহার করা যাবে না।
🖤ক্যাজুয়াল ডিস্কাশন,অফিশিয়াল ডিস্কাশন,আলচনা মূলক কথায় ইমোজির ব্যবহার পরিমিত রাখা উচিৎ।
🖤কোনো এপ্লিকেশন ইমেল এর ক্ষেত্রে ইমোজি ব্যবহার করা উচিৎ না।
🖤কথায় কথায় প্রত্যেক লাইন এ ইমোজি ব্যবহার করাটা ও ঠিক না।
🚩 কিছু ইমোজির অর্থঃ-
😊/☺ = লাজুক হাসি বা মুচকি হাসি। ( কাস্টমার ডিলিং এর সময় এর ইমোজির ব্যবহার বেশি হয়৷ যেমনঃ জি আপু😊,কেমন আছেন😊,জলদি পেয়ে যাবেন ইনশা আল্লাহ😊,ইত্যাদি পজিটিভ কথা বার্তার ক্ষেত্রে)
🙂= এটা যদি একদম সাধারণ হাসি তবে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এটাকে "সেন্টিমেন্টাল " এর ক্ষেত্রে ব্যবহার করে।রাগ হলে, মন খারাপ হলে ইত্যাদি ক্ষেত্রে😐
😀/😃/😄= সাধারণ মুখ, আনন্দ, প্রফুল্লতা, বিনোদোন প্রকাশ করতে।
😅= হাফছেড়ে বাচাঁ/ ইতস্তত
🙃= বোকামি বা ব্যাঙার্থক বা সারকাজম।
😇= সৌভাগ্যবান বা খুশি হয়ে কৃতজ্ঞতা বোঝাতে।
🙄= অবিশ্বাস্য /বিরক্ত/অধৈর্য বোঝাতে
😒= বিরক্ত বা অসন্তুষ্টি
😋= খাবার দেখে জিভে জল আসা,ক্ষুধার্ত
😎= ভাব দেখানো অর্থে।
🤔=চিহ্নিত
🤗= জড়িয়ে ধরা বোঝাতে
😐= বোকা হয়ে যাওয়া অর্থে
😑=বিরক্ত
😍= কিছু দেখে বেশি আন্দিত হওয়া
🤭= লজ্জা পাওয়া
😛😝😜=দুষ্টমি অর্থে
😱😲😳= অবাক হওয়া
😏= পাত্তা না দেওয়া অর্থে বা ভেঙচিয়ে
🤣😂=হাস্যকর
😘= চুম্বন বা ভালোবাসা প্রকাশে
😈= কারো ক্ষতি করে ভালো অন্যের দুঃখে খুশি হওয়া
🥺= ভুল করলে মাফ চাওয়া অর্থে ব্যবহার কিরা হয় এখন😀
🥰=প্রেমে থাকা, সুখি, স্নেহময় অর্থে
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বাকি গুলা সবাই জানেন😁 তাই আর দিলাম না
তাহলে আজ এ পর্যন্ত , সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
No comments