ফেসবুকে কমেন্ট ব্লক হয়ে গেলে কি করবেন

 আমরা অনেক সময় কমেন্ট করতে পারিনা ফেসবুকের    পোস্টে

কারণ ফেসবুক থেকে কমেন্ট ব্লক করা হয়েছে , এ ব্লক হওয়ার কারণগুলো আজ আমরা জানবো ৷ আজকে আরও জানবো কিভাবে ফেসবুক use করলে আমাদের কমেন্ট ব্লক হবেনা

📣কমেন্ট ব্লকের কারণঃ
কমেন্ট ব্লকের কিছু কারণও রয়েছে যার ফলে ফেসবুক থেকে সরাসরি আপনাকে সাময়িক সময়ের জন্য কমেন্ট ব্লক করে দেয়া হয়।কারণগুলো হলোঃ

১. একই কমেন্ট বারে বার করা

২. মিনিটে ৩ টির বেশি কমেন্ট করা।

৩. ১ টি কমেন্ট পোস্টিং না হতেই আরেকটি কমেন্ট করা।

৪. যে কোন লিংক বেশি বেশি শেয়ার অথবা কমেন্ট করা

৫. ব্লক খাওয়ার পর একাধিক বার চেষ্টা করা (কমেন্ট ব্লকের মেয়াদ বাড়ার কারণ)।

📣কমেন্ট ব্লক থেকে রেহাই পাওয়ার উপায়ঃ
যেহেতু আমরা সমস্যার কারণ খুঁজে পেয়েছি,সেহেতু সমাধানও করতে পারবো এবং সব সময় সতর্ক থাকবো


📣কমেন্ট ব্লক কতক্ষণ থাকে?
কমেন্ট ব্লকের নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না।যেকোনো সময় ব্লক খুলে দিতে পারে।তবে ব্লক খাওয়ার পর বারবার কমেন্ট করতে চাইলে ব্লকের সময়সীমা বেড়ে যায়।আর ব্লক খুলে দেওয়ার পর আবারো একই কমেন্ট বারবার করলে বা মিনিটে ৩ টির বেশি কমেন্ট করলে দীর্ঘসময়ের জন্য ব্লক করে দেয়।

আজ তাহলে এ পর্যন্ত , সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন

No comments

Powered by Blogger.