ই-কমার্স পার্সোনাল ব্র্যান্ডিং করবেন কিভাবে

আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করবো
                   মনযোগ দিয়ে পড়বেন
পার্সোনাল ব্র্যান্ডিং

ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতার কাছে আস্থা বৃদ্ধি করতে পার্সোনাল ব্র্যান্ডিং সবচাইতে জরুরি। পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে একজন উদ্যেক্তা তার উদ্বেগ অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে।

একজন উদ্যোক্তার স্বপ্ন থাকে তার  কোম্পানি একদিন অনেক বড় হবে এবং সবাই চিনবে।কোম্পানি বড় হবার জন্য দরকার বিশাল নেটওর্য়াকের।ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমরা যারা বাসায় বসে কাজ করছি আমাদের কারো পক্ষে সম্ভব না একা একা নেটওয়ার্ক তৈরি করা ।যদি ভেঙে বলি কেনো আপনার পেইজে শপিং করতে মানুষ আসবে ? এই প্রশ্নের উত্তর  আপনাদের কাছে অনেক কিছু হলেও সবার কাছে আপনার উত্তর গুলো সত্যি নাও হতে পারে।

সবার কাছে বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা লাভ করার  পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা যায়  ।নিজের কাজ এবং ব্যাবহারের মধ্যে একটি অন্যরকম স্টাইল দ্বারা সেই বিশাল নেটয়ার্কএর  নিজের নামটি লিখা সম্ভব।সকলের কাছে ভালোবাসা পাওয়া সম্ভব।নিজের কাজের মাধ্যমে এক বিশেষ মেসেজ সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত।

আমার কাছে মনে হয় সাধারণভাবেই চলেও পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা যায় কিন্ত ধৈর্য  ধরে টিকে থাকতে হবে ।আমরা অনেক সময় ভয় পাই সফলতা না আসলে কিন্ত আমার মতে একজন উদ্যোক্তার রিস্ক নিয়ে কাজ করার মনোবল থাকতে হবে।

পরিশেষে জীবনের প্রতিটি সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং প্রতিটি সুযোগ কে গুরুত্ব দিতে হবে। এরকম না যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি হয়,অনেক ভাবেই নিজের বিজনেস এগিয়ে নিয়ে যাওয়া যায় ।আমার নিজের কাছে মনে হয় উদ্যোক্তাদের প্রতিটি ব্যাপার স্মার্টলি চিন্তা করতে হবে এবং নিজের ব্যাবসার কাজে নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে।

আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন

No comments

Powered by Blogger.