🎨হ্যান্ড পেইন্ট শিখে ফেলুন 🎨



হ্যান্ড পেইন্ট আমাদের কাছে খুব শখের জিনিস, হ্যান্ড পেইন্টের কাপড় বরাবরি আমাদের অন্যসব দামী কাপড়ের তুলনায় বেশি পছন্দের হয়ে থাকে ৷
একটি হ্যান্ড পেইন্টের কাজের পিছনে থাকে একটা মানুষের নিখুদ প্রতিভা,ধৈর্য আর বুদ্ধি এই ৩টি জিনিস দিয়ে একটি হ্যান্ডপেইন্টের কাজ সৃষ্টি হয়।
যেহেতু নিজে টুকটাক শখের বসে আর্ট জিনিস টা পছন্দের। অনেকেই চায় নিজেই হ্যান্ড পেইন্টি করতে ৷
আর একটা সবসময় সবার বেলায় খেয়াল থাকা উচিৎ যেটা নিয়ে করার চিন্তাই করুন না কেনো সেটার পিছনে নিজের আনন্দ কতটুকু আছে আর জ্ঞান কতটুকু আছে সেটা জানা দরকার।।  তাই সেটা নিয়ে প্রোপার নলেজ পাওয়া উচিৎ যার কারনে টুকটাক পড়াশুনা হয়েছে এটা নিয়ে।
আসুন তাহলে আপনাদের সুবিধার্থে কিছু জানানোর চেষ্টা করি।

হ্যান্ড পেইন্ট কী❓

দুটি শব্দের সমন্বয় রয়েছে হ্যান্ড পেইন্টে। হ্যান্ড মানে হাত আর পেইন্ট মানে রং। আর এর মাধ্যমে যে কাজগুলো করা হয় তাকে বলা হয় হ্যান্ড পেইন্টিং।

কীভাবে করে❓

নির্দিষ্ট জিনিসের ওপর আঁকিবুঁকি করার নামই হ্যান্ড পেইন্ট। রং তুলির সাহায্যেই মূলত কাজটি করা হয়।

হ্যান্ড পেইন্টিং কীসে করে❓

ক্যানভাস, কাগজ, কাঠ কিংবা কাপড়ে হ্যান্ড পেইন্ট করা হয়। আমাদের চারপাশে এগুলোর ব্যবহারই বেশি।

হ্যান্ড পেইন্ট ও আমাদের ভুল ধারণা কি❓

অনেকেই হ্যান্ড মেইড আর হ্যান্ড পেইন্ট ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন। হাতে তৈরি শিল্পকে হস্তশিল্প বা হ্যান্ড মেইড বলা হয়। তারই একটি ছোট অংশ হলো হ্যান্ড পেইন্ট। অর্থাৎ, সব হাতে আঁকা জিনিসই হস্তশিল্প কিন্তু সব হস্তশিল্পই হাতে আঁকা নয়।

হ্যান্ড পেইন্ট করতে কি কি লাগে❓

১. রঙ- এটা তো অবশ্যই লাগছে। ফেব্রিক পেইন্টিংয়ে ব্যবহার করা যাবে অ্যাক্রিলিক রঙ।

২. মিডিয়াম সঠিক ঘনত্বের রঙ পেতে রঙের সাথে মিডিয়াম মিশিয়ে নিতে হবে। বাটিতে সামান্য মিডিয়াম নিয়ে তাতে রঙ মেশাতে থাকবেন অল্প করে।

৩. শুরুর দিকে ছোট কাপড়ের টুকরো নিয়ে কাজ করুন। নতুন কাপড় না নিয়ে পুরনো কাপড়েই আঁকিবুকি করুন প্রথম প্রথম। কাপড়টা অবশ্যই ভালো মতো ধুয়ে শুকিয়ে নেয়া লাগবে।

৪. তুলি বা ব্রাশ- চিকন তুলি না মোটা তুলি দরকার হচ্ছে, তা নির্ভর করে নকশার উপর। সূক্ষ্ম কাজ করার বেলা সবসময় চিকন তুলিই প্রয়োজন হয়। নকশা চওড়া হলে মোটা তুলি ব্যবহার করুন।

হ্যান্ড পেইন্ট করার আগে কোন কোন বিষয় মাথায় রাখবো❓

🌻হ্যান্ড পেইন্টিং করার আগে যে কাপড়ে কাজ করা হবে তার নিচে ওয়েল ক্লোথ/পলি পেপার এবং শক্ত কোন কাগজের বোর্ড, নিউজপেপার ভাজ করে বা পুরনো কাঁথা দিয়ে নিতে হবে।

🌻 তারপর নিজের মন মত ডিজাইন অনুযায়ী তুলি নির্ণয় করে তা দিয়ে কাপড়ে এঁকে নিতে হবে। প্রয়োজন হলে আগে পেন্সিল বা কলম দিয়ে ডিজাইন এঁকে নিবেন।

🌻 যেই কাপড়ে রঙ করা হয়েছে তা প্রথমে ফ্যানের বাতাসে আর পরে একদিন রোদে দিলেই হবে। রঙ করার ২৪ঘন্টা পর কাপড় উলটো করে যেখানে যেখানে কাজ করা হয়েছে সেখানে মোটামুটি গরম আয়রন দিয়ে কাপড়টা ভালভাবে আয়রন করে নিতে হবে এতে করে ডিজাইন আর রঙ দুইটাই দীর্ঘস্থায়ী হয়।

🌻কাপড়ে হ্যান্ড পেইন্ট করার ১ মাস আগে কাপড় না ধোয়াই ভাল। ১ সপ্তাহ পর থেকে খুব আলতো হাতে যত্ন নিয়ে কাপড়টা ধুলে কাপড়ে পেইন্টিং অনেকদিন ভাল থাকবে। 

যারা এই ফেব্রিক পেইন্টিং নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে কি করবেন বুঝতেছেন না তাদের জন্য আশা করি তথ্য গুলো কাজে দিবে এবং করতে করতে পারফেক্ট হবে ।

আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন 

No comments

Powered by Blogger.