ব্যবসা বাড়াতে হলে কেন ওয়েবসাইট প্রয়োজন হয়
আপনার অনলাইন ব্যবসার জন্য ওয়েবসাইট কেন লাগবে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো , তো আশা করি সকলেই ভালো আছেন
আপনার সবচেয়ে কাছের পাড়ার একটি দোকানের কথা চিন্তা করুন। দোকানটি সেখানে আছে, পণ্য সাজানো আছে, দোকানীও দাঁড়িয়ে আছেন পণ্য বিক্রয় করবার জন্য। কিন্তু তারপরেও দোকানটির একটি সাইনবোর্ড আছে, দোকানের নাম সেখানে লেখা আছে, সাথে আরও কিছু তথ্য লেখা আছে। এই দোকানীটির একটি সাইনবোর্ডের প্রয়োজন হয়েছে নিজের ব্যবসায়িক পরিচিতি তুলে ধরার জন্য। তাহলে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আপনার নিজের একটি সেবা নিয়ে যদি আপনি উপস্থিত হন, ইন্টারনেট নামক মহাসাগরে অপরিচিত মানুষেরা আপনাকে কিভাবে খুঁজে নেবে, আপনার সম্পর্কে জানবেই বা কি করে?
এখন আপনার মনে হতে পারে, আমার তো ফেসবুক ফ্যানপেজ আছে, তাহলে শুধু শুধু টাকা খরচ করে ডোমেইন হোস্টিং নেয়ার ই বা কি দরকার আর ওয়েবসাইট বানানো এবং মেইন্টেইনেন্স বাবদ একটা বিশাল এমাউন্ট গচ্ছা দেবার ই বা কি দরকার?
দরকার আছে, এখন সবাই কমবেশি ইন্টারনেটেই একটা বড় সময় কাটায় তাই, মোটামুটি একটা ধারনা সবারই আছে। এখন আপনার কোন কিছু প্রয়োজন হলে কি আপনি শুধু ফেসবুকেই চেক করেন নাকি গুগোল করেন?
কোন অনলাইন শপের যদি দোকানের/ গোডাউনের/ শোরুমের এড্রেস দেয়া থাকে সেই অনলাইন পেজ টাকে বেশী প্রিফার করেন নাকি যার তেমন কোন ইনফরমেশনই নাই তার পেজকএ বেশি প্রিফার করেন?
উত্তর টা মনে হয় সবারই এক, যার সম্পর্কে আপনি বেশি ইনফরমেশন পাবেন, আপনার বিশ্বাসের পাল্লাটাও তার দিকেই বেশী ভারী হবে। তাছাড়া আপনি যখন এসইও ফ্রেন্ডলি একটি ওয়েবসিট বানাবেন,গুগোল, বিং, ইয়াহুকে আপনার ওয়েব সাইট চেনাবেন তখন এই জায়ান্ট সার্চ ইঞ্জিন গুলো ও কিন্তু আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনাকে পৌছে দিতে সাহায্য করবে। আর তাছাড়া একটা কথা আছে না?
"পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই্
আমি তো সে ঘরের মালিক নই"
ফেসবুক পরের জায়গা জমি, জাকারবার্গ মামু যদি আপনার সাধের পেজটাকে কখনো কোন কারনে ব্যান করে দেয়, আপনার স্বপ্ন, আপনার অস্তিত্ব কি সেখানেই বিলিন হয়ে যাবে?
নিশ্চই সেটা কেউই চায় না...
এখন সিদ্ধান্ত আপনার, পরের জায়গাতে ঘর বানাবেন নাকি নিজের স্বপ্ন টাকে শক্তপোক্ত ভাবে নিজের করে রাখবেন...
আপনার সবচেয়ে কাছের পাড়ার একটি দোকানের কথা চিন্তা করুন। দোকানটি সেখানে আছে, পণ্য সাজানো আছে, দোকানীও দাঁড়িয়ে আছেন পণ্য বিক্রয় করবার জন্য। কিন্তু তারপরেও দোকানটির একটি সাইনবোর্ড আছে, দোকানের নাম সেখানে লেখা আছে, সাথে আরও কিছু তথ্য লেখা আছে। এই দোকানীটির একটি সাইনবোর্ডের প্রয়োজন হয়েছে নিজের ব্যবসায়িক পরিচিতি তুলে ধরার জন্য। তাহলে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আপনার নিজের একটি সেবা নিয়ে যদি আপনি উপস্থিত হন, ইন্টারনেট নামক মহাসাগরে অপরিচিত মানুষেরা আপনাকে কিভাবে খুঁজে নেবে, আপনার সম্পর্কে জানবেই বা কি করে?
এখন আপনার মনে হতে পারে, আমার তো ফেসবুক ফ্যানপেজ আছে, তাহলে শুধু শুধু টাকা খরচ করে ডোমেইন হোস্টিং নেয়ার ই বা কি দরকার আর ওয়েবসাইট বানানো এবং মেইন্টেইনেন্স বাবদ একটা বিশাল এমাউন্ট গচ্ছা দেবার ই বা কি দরকার?
দরকার আছে, এখন সবাই কমবেশি ইন্টারনেটেই একটা বড় সময় কাটায় তাই, মোটামুটি একটা ধারনা সবারই আছে। এখন আপনার কোন কিছু প্রয়োজন হলে কি আপনি শুধু ফেসবুকেই চেক করেন নাকি গুগোল করেন?
কোন অনলাইন শপের যদি দোকানের/ গোডাউনের/ শোরুমের এড্রেস দেয়া থাকে সেই অনলাইন পেজ টাকে বেশী প্রিফার করেন নাকি যার তেমন কোন ইনফরমেশনই নাই তার পেজকএ বেশি প্রিফার করেন?
উত্তর টা মনে হয় সবারই এক, যার সম্পর্কে আপনি বেশি ইনফরমেশন পাবেন, আপনার বিশ্বাসের পাল্লাটাও তার দিকেই বেশী ভারী হবে। তাছাড়া আপনি যখন এসইও ফ্রেন্ডলি একটি ওয়েবসিট বানাবেন,গুগোল, বিং, ইয়াহুকে আপনার ওয়েব সাইট চেনাবেন তখন এই জায়ান্ট সার্চ ইঞ্জিন গুলো ও কিন্তু আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনাকে পৌছে দিতে সাহায্য করবে। আর তাছাড়া একটা কথা আছে না?
"পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই্
আমি তো সে ঘরের মালিক নই"
ফেসবুক পরের জায়গা জমি, জাকারবার্গ মামু যদি আপনার সাধের পেজটাকে কখনো কোন কারনে ব্যান করে দেয়, আপনার স্বপ্ন, আপনার অস্তিত্ব কি সেখানেই বিলিন হয়ে যাবে?
নিশ্চই সেটা কেউই চায় না...
এখন সিদ্ধান্ত আপনার, পরের জায়গাতে ঘর বানাবেন নাকি নিজের স্বপ্ন টাকে শক্তপোক্ত ভাবে নিজের করে রাখবেন...
No comments