Business Growth ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন
আজকে মূল্যবান সিক্রেট বিষয় শেয়ার করবো আপনাদের সাথে , আশা করি সকলেই ভালো আছে
Business Scaling বা ব্যবসার বৃদ্ধি
সব উদ্যোক্তারই স্বপ্ন থাকে নিজের ব্যবসার উন্নতি করার। অনেকেই চায় নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রমাণ করতে। এক্ষেত্রে নিজের বিজনেস স্কেলিং করা বা ব্যবসা বৃদ্ধির দিকে খেয়াল রাখতে হয়।
বিজনেস স্কেলিং সম্পর্কে বলার আগে বিজনেস গ্রোথ এবং বিজনেস স্কেলিং এর পার্থক্য একটু জেনে রাখা দরকার।
বিজনেস গ্রোথ এবং বিজনেস স্কেলিং দৃশ্যগতভাবে এক মনে হলেও দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোই বিজনেসের বৃদ্ধি ঘটায়। কিন্তু পার্থক্য হচ্ছে-
🏵 বিজনেস গ্রোথ
যখন বিজনেস গ্রো করে তখন উদ্যোক্তা নিজের বিভিন্ন সোর্সিং থেকে পণ্য স্টক করা শুরু করেন। ধরা যাক আমি স্টককৃত পণ্য বিক্রি করে ২০০০০ টাকা আয় করবো। এখন স্টককৃত পণ্য বিক্রি হতেও পারে, নাও হতে পারে। আবার পণ্যের বিক্রি বৃদ্ধির জন্য আমি নতুন এমপ্লয়ি নিয়োগ দিলাম, মার্কেটিং এ খরচ করলাম। এসব কাজে আমার ২০০০০ টাকা খরচ হলো।
লক্ষ্য করুন, আমার আয়-ব্যয় সমান, কিন্তু আমি আগের তুলনায় ২০০০০ টাকা বেশি পণ্য বিক্রি করেছি। আগে ৫০০০০ টাকা আয় করলে এখন স্টককৃত পণ্য ২০০০০ টাকায় বিক্রি করে ৭০০০০ টাকা আয় করেছি। আমার ব্যবসা বৃদ্ধি পেয়েছে কিন্তু আয়-ব্যয় সমান। এটি হচ্ছে বিজনেস গ্রোথ।
🏵 বিজনেস স্কেলিং
বিজনেস স্কেলিং হচ্ছে আমি আয় বৃদ্ধির জন্য পণ্য স্টক করলাম। পণ্য আমি ২০০০০ টাকায় বিক্রি করবো। এখানে আমি নতুন এমপ্লয়ি নিয়োগ না দিয়ে ৫০০০ টাকা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এ খরচ করলাম। মাস শেষে আমার ২০০০০ টাকার পণ্য বিক্রি হয়ে গেলো। এটি হচ্ছে বিজনেস স্কেলিং।
বিজনেস স্কেলিং ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রোপার প্ল্যানিং এর মাধ্যমে বিজনেস স্কেল করতে না পারলে উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ারও ভয় আছে। বিজনেস স্কেলিং আপনার সামর্থ্য এবং দক্ষতার ওপর নির্ভর করবে। সহজভাবে বললে বিজনেস স্কেলিং হচ্ছে কোনোরকম ক্ষতি ছাড়া ব্যবসা বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন প্ল্যানিং, ফান্ডিং, সঠিক কর্মপদ্ধতি, ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় স্টাফ, পার্টনার এবং টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার।
🏵 কিভাবে নিজের বিজনেস স্কেলিং করবেন?
বিজনেস স্কেলিং এর ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
🍁 প্ল্যানিং
বিজনেস স্কেলিং এর প্রাথমিক বিষয় হচ্ছে প্ল্যানিং। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলেই আপনি বিজনেস স্কেলিং করবেন কি না। স্কেলিং করলে আপনার যেমন সেল বাড়বে, পাশাপাশি ক্রেতাও বাড়বে। এই ক্রেতার বৃদ্ধির চাপ আপনি সামলাতে পারবেন কি না, সকল ক্রেতাকে কোয়ালিটিফুল পণ্য দিতে পারবেন কি না এ বিষয়গুলো অবশ্যই ভেবে রাখতে হবে।
ধরা যাক, আমি রুটি সেল করি। আমার সার্ভিস এরিয়া শুধু মোহাম্মদপুর। এখন আমি যদি আমার সার্ভিস এরিয়াতে ধানমণ্ডি, জিগাতলা যুক্ত করি তাহলে স্বাভাবিকভাবেই আমার ক্রেতা বেড়ে যাবে। আগে আমি রুটি বিক্রি করতাম ১০০, এখন সেল বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০। এই অতিরিক্ত ১০০ রুটির চাহিদা আমি ঠিকভাবে পূরণ করতে পারবো কি না এটা অবশ্যই আমাকে ভেবে দেখতে হবে।
🍁টাকার উৎস
বিজনেস স্কেলিং করলে আপনার ক্রেতা বাড়বে, সেল বাড়বে। পাশাপাশি উৎপাদন খরচ, পরিবহণ খরচ বাড়বে। এই অতিরিক্ত খরচ বহন করার মত সক্ষমতা আপনার থাকতে হবে। অতিরিক্ত ১০০ রুটির অর্ডার ঠিকমত দিতে হলে এগুলোর উৎপাদন খরচ আপনার কাছে থাকতে হবে।
এই টাকা আপনি ঋণ করে বা পরিবার থেকে ধার নিতে পারেন যা আপনার লাভ থেকে ধীরে ধীরে শোধ করতে পারবেন।
🍁সেল নিশ্চিত করা
বিজনেস স্কেলিং করলে অবশ্যই আপনার সেল বাড়বে। এখন এই সেল আপনি ঠিকমত দিতে পারছেন কি না এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। রিপিট কাস্টোমারকে সার্ভিস দেওয়া, নতুন ক্রেতাদের রিপ্লাই দেওয়া, আপনার সেলস রিপ্রেজেন্টিভরা ঠিক মতো কাজ করছে কি না, প্রত্যেক পণ্যের ডেলিভারি এবং ইনভয়েস ঠিক মত যাচ্ছে কি না প্রত্যেকটি খুঁটিনাটি খেয়াল রাখতে হবে।
🍁টেকনোলজিতে ইনভেস্ট করা
বিজনেস স্কেলিং এর ভালো দিক হচ্ছে টেকনোলজিতে ইনভেস্ট করা। টেকনোলজিতে ইনভেস্ট করলে আপনার কাজের চাপ কমে যাবে। ক্রেতার সাথে সামনাসামনি ডিল করার কোনো বিষয় থাকবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় আপনি সহজেই আপনার বিজনেসের স্কেলিং করতে পারবেন।
🍁 নিজের উদ্যোগকে অন্যের উদ্যোগ থেকে আলাদা করা
ব্যবসার স্কেলিং এর ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা উদ্যোক্তা মাত্রই বুঝতে পারবেন। আমরা অনেকেই একই পণ্য নিয়ে ব্যবসা করি। কিন্তু অন্যদের থেকে না নিয়ে কেনো ক্রেতা আমার কাছ থেকে পণ্য নিবে সেটা ক্রেতাকে বুঝাতে হবে। এখানে আপনার পারসোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট রাইটিং, স্টোরি টেলিং এর দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
🍁 নেটওয়ার্ক তৈরি
ব্যবসার স্কেলিং এর সবচেয়ে ইফেক্টিভ দিক হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। নেটওয়ার্কে আপনার পরিচিতি বাড়বে। এতে করে আপনার ওপর সবার আস্থা বাড়বে পাশাপাশি আপনার বিক্রিও বৃদ্ধি পাবে।
হ্যাপি লার্নিং... ❤ আজ তাহলে এ পর্যন্ত , সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
Business Scaling বা ব্যবসার বৃদ্ধি
সব উদ্যোক্তারই স্বপ্ন থাকে নিজের ব্যবসার উন্নতি করার। অনেকেই চায় নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রমাণ করতে। এক্ষেত্রে নিজের বিজনেস স্কেলিং করা বা ব্যবসা বৃদ্ধির দিকে খেয়াল রাখতে হয়।
বিজনেস স্কেলিং সম্পর্কে বলার আগে বিজনেস গ্রোথ এবং বিজনেস স্কেলিং এর পার্থক্য একটু জেনে রাখা দরকার।
বিজনেস গ্রোথ এবং বিজনেস স্কেলিং দৃশ্যগতভাবে এক মনে হলেও দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোই বিজনেসের বৃদ্ধি ঘটায়। কিন্তু পার্থক্য হচ্ছে-
🏵 বিজনেস গ্রোথ
যখন বিজনেস গ্রো করে তখন উদ্যোক্তা নিজের বিভিন্ন সোর্সিং থেকে পণ্য স্টক করা শুরু করেন। ধরা যাক আমি স্টককৃত পণ্য বিক্রি করে ২০০০০ টাকা আয় করবো। এখন স্টককৃত পণ্য বিক্রি হতেও পারে, নাও হতে পারে। আবার পণ্যের বিক্রি বৃদ্ধির জন্য আমি নতুন এমপ্লয়ি নিয়োগ দিলাম, মার্কেটিং এ খরচ করলাম। এসব কাজে আমার ২০০০০ টাকা খরচ হলো।
লক্ষ্য করুন, আমার আয়-ব্যয় সমান, কিন্তু আমি আগের তুলনায় ২০০০০ টাকা বেশি পণ্য বিক্রি করেছি। আগে ৫০০০০ টাকা আয় করলে এখন স্টককৃত পণ্য ২০০০০ টাকায় বিক্রি করে ৭০০০০ টাকা আয় করেছি। আমার ব্যবসা বৃদ্ধি পেয়েছে কিন্তু আয়-ব্যয় সমান। এটি হচ্ছে বিজনেস গ্রোথ।
🏵 বিজনেস স্কেলিং
বিজনেস স্কেলিং হচ্ছে আমি আয় বৃদ্ধির জন্য পণ্য স্টক করলাম। পণ্য আমি ২০০০০ টাকায় বিক্রি করবো। এখানে আমি নতুন এমপ্লয়ি নিয়োগ না দিয়ে ৫০০০ টাকা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এ খরচ করলাম। মাস শেষে আমার ২০০০০ টাকার পণ্য বিক্রি হয়ে গেলো। এটি হচ্ছে বিজনেস স্কেলিং।
বিজনেস স্কেলিং ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রোপার প্ল্যানিং এর মাধ্যমে বিজনেস স্কেল করতে না পারলে উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ারও ভয় আছে। বিজনেস স্কেলিং আপনার সামর্থ্য এবং দক্ষতার ওপর নির্ভর করবে। সহজভাবে বললে বিজনেস স্কেলিং হচ্ছে কোনোরকম ক্ষতি ছাড়া ব্যবসা বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন প্ল্যানিং, ফান্ডিং, সঠিক কর্মপদ্ধতি, ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় স্টাফ, পার্টনার এবং টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার।
🏵 কিভাবে নিজের বিজনেস স্কেলিং করবেন?
বিজনেস স্কেলিং এর ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
🍁 প্ল্যানিং
বিজনেস স্কেলিং এর প্রাথমিক বিষয় হচ্ছে প্ল্যানিং। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলেই আপনি বিজনেস স্কেলিং করবেন কি না। স্কেলিং করলে আপনার যেমন সেল বাড়বে, পাশাপাশি ক্রেতাও বাড়বে। এই ক্রেতার বৃদ্ধির চাপ আপনি সামলাতে পারবেন কি না, সকল ক্রেতাকে কোয়ালিটিফুল পণ্য দিতে পারবেন কি না এ বিষয়গুলো অবশ্যই ভেবে রাখতে হবে।
ধরা যাক, আমি রুটি সেল করি। আমার সার্ভিস এরিয়া শুধু মোহাম্মদপুর। এখন আমি যদি আমার সার্ভিস এরিয়াতে ধানমণ্ডি, জিগাতলা যুক্ত করি তাহলে স্বাভাবিকভাবেই আমার ক্রেতা বেড়ে যাবে। আগে আমি রুটি বিক্রি করতাম ১০০, এখন সেল বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০। এই অতিরিক্ত ১০০ রুটির চাহিদা আমি ঠিকভাবে পূরণ করতে পারবো কি না এটা অবশ্যই আমাকে ভেবে দেখতে হবে।
🍁টাকার উৎস
বিজনেস স্কেলিং করলে আপনার ক্রেতা বাড়বে, সেল বাড়বে। পাশাপাশি উৎপাদন খরচ, পরিবহণ খরচ বাড়বে। এই অতিরিক্ত খরচ বহন করার মত সক্ষমতা আপনার থাকতে হবে। অতিরিক্ত ১০০ রুটির অর্ডার ঠিকমত দিতে হলে এগুলোর উৎপাদন খরচ আপনার কাছে থাকতে হবে।
এই টাকা আপনি ঋণ করে বা পরিবার থেকে ধার নিতে পারেন যা আপনার লাভ থেকে ধীরে ধীরে শোধ করতে পারবেন।
🍁সেল নিশ্চিত করা
বিজনেস স্কেলিং করলে অবশ্যই আপনার সেল বাড়বে। এখন এই সেল আপনি ঠিকমত দিতে পারছেন কি না এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। রিপিট কাস্টোমারকে সার্ভিস দেওয়া, নতুন ক্রেতাদের রিপ্লাই দেওয়া, আপনার সেলস রিপ্রেজেন্টিভরা ঠিক মতো কাজ করছে কি না, প্রত্যেক পণ্যের ডেলিভারি এবং ইনভয়েস ঠিক মত যাচ্ছে কি না প্রত্যেকটি খুঁটিনাটি খেয়াল রাখতে হবে।
🍁টেকনোলজিতে ইনভেস্ট করা
বিজনেস স্কেলিং এর ভালো দিক হচ্ছে টেকনোলজিতে ইনভেস্ট করা। টেকনোলজিতে ইনভেস্ট করলে আপনার কাজের চাপ কমে যাবে। ক্রেতার সাথে সামনাসামনি ডিল করার কোনো বিষয় থাকবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় আপনি সহজেই আপনার বিজনেসের স্কেলিং করতে পারবেন।
🍁 নিজের উদ্যোগকে অন্যের উদ্যোগ থেকে আলাদা করা
ব্যবসার স্কেলিং এর ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা উদ্যোক্তা মাত্রই বুঝতে পারবেন। আমরা অনেকেই একই পণ্য নিয়ে ব্যবসা করি। কিন্তু অন্যদের থেকে না নিয়ে কেনো ক্রেতা আমার কাছ থেকে পণ্য নিবে সেটা ক্রেতাকে বুঝাতে হবে। এখানে আপনার পারসোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট রাইটিং, স্টোরি টেলিং এর দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
🍁 নেটওয়ার্ক তৈরি
ব্যবসার স্কেলিং এর সবচেয়ে ইফেক্টিভ দিক হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। নেটওয়ার্কে আপনার পরিচিতি বাড়বে। এতে করে আপনার ওপর সবার আস্থা বাড়বে পাশাপাশি আপনার বিক্রিও বৃদ্ধি পাবে।
হ্যাপি লার্নিং... ❤ আজ তাহলে এ পর্যন্ত , সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন
No comments