ইমেইল মার্কেটিং কিভাবে করবেন

 আজকে আলোচনা করবো কিভাবে ইমেইল মার্কেটিং       করতে হয় , তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন

🍀ইমেইল মার্কেটিং 

ইমেইলের মাধ্যমে কোন ব্যবসা বা পণ্যের প্রচার করাকে ইমেইল মার্কেটিং বলে। অর্থাৎ, আমার একটি শপিং মল আছে। সেখানে নতুন নতুন জামা-কাপড়, প্যান্ট-শার্ট বিক্রি হয়। আপনি তো জানেন না যে, কোন সময় নতুন স্টাইলের জামা-কাপড়, প্যান্ট-শার্ট আসে। তাই যখনি একটি নতুন জামা-কাপড়, প্যান্ট-শার্ট আসবে তখনি আপনাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে যে নতুন জামা-কাপড়, প্যান্ট-শার্ট আসছে। তারপর আপনি শপিং মলে আসবেন ভাল লাগলে কিনবেন। আর এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে ইমেইল মার্কেটিং।

ই-মেইল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যথা-

🍀 সাধারণ ই-মেইল
🍀 বিজনেস ই-মেইল

♣সাধারণ ই-মেইল

সাধারণ ইমেইল বলতে বুঝায় অন্যান্য ইমেইল আইডিতে নিজের বানানো বার্তা পাঠানো। যেমনঃ জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি। আর বেশিরভাগ স্মার্টফোন ব্যাবহারকারীর জিমেইল আইডি আছে।
কিন্তু, আপনি ইমেইল মার্কেটিং করার জন্য Gmail, Yahoo বা Hotmail এর মতো সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
কারণ, Gmail, Yahoo, Hotmail বা অন্য ফ্রি ইমেইল একাউন্ট থেকে শুধু কিছু নির্ধারিত সংখ্যায় ইমেইল পাঠাতে পারবেন। এবং, এটাও হতে পারে যে একসাথে হাজার হাজার ইমেইল পাঠানোর জন্য ইমেইল স্পেমিংএর সন্দেহে আপনার ইমেইল অ্যাকাউন্ট জি মেইল, ইয়াহু বা হোটমেইল  দ্বারা ব্লক হয়ে যেতে পারে।

♣বিজনেস ইমেইল

আপনার কোম্পানির নামে যে ইমেইল তৈরি করা হয় সেটাই হচ্ছে বিজনেস ইমেইল। যেমনঃ support@growonlinebd.com এই ধরনের ই-মেইল গুলো হচ্ছে বিজনেস ই-মেইল। কিন্তু এই ই-মেইলটি ফ্রী পাওয়া যাবে না।
যেকোনো ডোমেইন-হোস্টিং কোম্পানির কাছ থেকে কিনে নিতে হবে। তাছাড়া ডোমেইন-হোস্টিং কিনলে ডোমেইনের নামে ফ্রী তৈরি করা যাবে। ডোমেইন-হোস্টিং কোম্পানির SMTP ব্যবহার করে MailChimp বা অন্যান্য টুলস এর সাহায্যে, দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ইমেইল সেন্ড করতে পারবেন, আপনার কোম্পানির প্রচারের জন্য।

🍀ই-মেইল মার্কেটিং এর প্রসেসিং

ইমেইল মার্কেটিং করার জন্য প্রথমে আপনাকে টার্গেটেড কাস্টমারের ইমেইল জোগাড় করতে হবে। এই টার্গেটেড ইমেইল গুলো আপনার ওয়েবসা   জমা করতে হবে অথবা একটি ইমেইল লিস্ট তৈরি করতে হবে।
এজন্য আপনাকে ইমেইল মার্কেটিং সফটওয়্যার বা টুলস ব্যবহার করতে হবে। অনলাইন ইন্টারনেটে অনেক ইমেইল মার্কেটিং টুলস রয়েছে যেগুলির ব্যবহার করে এক সাথেই হাজার হাজার ইমেইল পাঠিয়ে আপনি নিজের বিজনেস এর মার্কেটিং করতে পারবেন।

আজ তাহলে এতটুকুই , সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করেই আজকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোন সময় অন্য কোন বিষয় নিয়ে 

No comments

Powered by Blogger.